অনেক দিন ধরেই সাফল্য নেই মোহামেডানের। ঘরে কোনও ট্রফি নেই। এই মৌসুমে অনেক আশা নিয়ে শুরু করলেও প্রিমিয়ার লিগে ভালো অবস্থান নিতে পারেনি। প্রথম পর্ব শেষে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ হয়েছে। যার কারণে অভিজ্ঞ কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করে আলফাজ আহমেদের ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। নতুন করে হেড কোচের দায়িত্ব পেয়ে দেশের সাবেক তারকা স্ট্রাইকার চ্যালেঞ্জ অনুভব করছেন। স্বপ্ন দেখাচ্ছেন সাদা-কালো সমর্থকদের।
আগামী শনিবার থেকে নতুন কোচের অধীনে খেলোয়াড়দের অনুশীলন শুরু হতে যাচ্ছে। আলফাজ মনে করছেন যারা খেলছেন তাদের নিয়েই লিগে শিরোপা না হলেও অন্তত দ্বিতীয় বা তৃতীয় হওয়া সম্ভব। বাংলা ট্রিবিউনকে সাবেক তারকা বলেছেন, ‘দেখুন মাঠে খেলা বা ডাগ আউটে দায়িত্ব পালন করা দুটোই আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়। যখন খেলেছি চাপ অনুভব করেছি। এখন কোচ হয়ে দায়িত্ব যেন আরও বেড়েছে। আমি মনে করি দলে যা শক্তি আছে তা নিয়ে শিরোপা লড়াই করা কঠিন হবে। তবে দুই বা তিন নম্বরে থাকার জন্য আমরা প্রস্তুতি নেবো। তা সম্ভবও।’
প্রথম পর্বের পারফরম্যান্স নিয়ে নানান আলোচনা-সমালোচনা হচ্ছে। খেলোয়াড়দের মানসিক দিক নিয়ে কাজ করারও কথা বললেন আলফাজ, ‘শুধু আমি নই কর্মকর্তারাও খেলোয়াড়দের নানানভাবে উজ্জীবিত করবেন। যেন ফিরতি পর্বে নতুন করে শুরু করা যায়। আমাদের তো পারিশ্রমিক সেভাবে বকেয়া নেই। খেলোয়াড়দের ভরসা দিতে পারলে আমার মনে হয় মাঠে ভালো পারফরম্যান্স দেখানো সম্ভব হবে।’
খারাপ করলে তার ভাগ্যও মানিকের মতো হতে পারে তা জানেন আলফাজ। তবে এখনই নেতিবাচক কিছু খুঁজতে চাইছেন না তিনি, ‘কোচের পদটি আসলে স্থায়ী নয়। ভালো করলে আপনি থাকবেন। খারাপ করলে বিদায়। এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। তবে আমি আশাবাদী। এই দলটি নিয়ে ঘষা-মাজা করে এগিয়ে যাওয়া সম্ভব। একজন বিদেশি বদল হতে পারে। শক্তি তাতে বৃদ্ধি হবে। আরও একটা দিক। আগে আমরা কিন্তু কোনও ম্যাচ লড়াই না করে হারিনি। একাধিক ম্যাচ আছে জেতার সম্ভাবনা থাকা সত্ত্বেও পয়েন্ট হারিয়েছি। তাই এবার আমরা আরও সতর্ক।’