X
রবিবার, ২৫ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

মোহামেডানকে স্বপ্ন দেখাচ্ছেন আলফাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৮:২৫আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৮:২৭

অনেক দিন ধরেই সাফল্য নেই মোহামেডানের। ঘরে কোনও ট্রফি নেই। এই মৌসুমে অনেক আশা নিয়ে শুরু করলেও প্রিমিয়ার লিগে ভালো অবস্থান নিতে পারেনি। প্রথম পর্ব শেষে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ হয়েছে। যার কারণে অভিজ্ঞ কোচ শফিকুল ইসলাম মানিককে বরখাস্ত করে আলফাজ আহমেদের ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। নতুন করে হেড কোচের দায়িত্ব পেয়ে দেশের সাবেক তারকা স্ট্রাইকার চ্যালেঞ্জ অনুভব করছেন। স্বপ্ন দেখাচ্ছেন সাদা-কালো সমর্থকদের।

আগামী শনিবার থেকে নতুন কোচের অধীনে খেলোয়াড়দের অনুশীলন শুরু হতে যাচ্ছে। আলফাজ মনে করছেন যারা খেলছেন তাদের নিয়েই লিগে শিরোপা না হলেও অন্তত দ্বিতীয় বা তৃতীয় হওয়া সম্ভব। বাংলা ট্রিবিউনকে সাবেক তারকা বলেছেন, ‘দেখুন মাঠে খেলা বা ডাগ আউটে দায়িত্ব পালন করা দুটোই আমার কাছে চ্যালেঞ্জ মনে হয়। যখন খেলেছি চাপ অনুভব করেছি। এখন কোচ হয়ে দায়িত্ব যেন আরও বেড়েছে। আমি মনে করি দলে যা শক্তি আছে তা নিয়ে শিরোপা লড়াই করা কঠিন হবে। তবে দুই বা তিন নম্বরে থাকার জন্য আমরা প্রস্তুতি নেবো। তা সম্ভবও।’

প্রথম পর্বের পারফরম্যান্স নিয়ে নানান আলোচনা-সমালোচনা হচ্ছে। খেলোয়াড়দের মানসিক দিক নিয়ে কাজ করারও কথা বললেন আলফাজ, ‘শুধু আমি নই কর্মকর্তারাও খেলোয়াড়দের নানানভাবে উজ্জীবিত করবেন। যেন ফিরতি পর্বে নতুন করে শুরু করা যায়। আমাদের তো পারিশ্রমিক সেভাবে বকেয়া নেই। খেলোয়াড়দের ভরসা দিতে পারলে আমার মনে হয় মাঠে ভালো পারফরম্যান্স দেখানো সম্ভব হবে।’

খারাপ করলে তার ভাগ্যও মানিকের মতো হতে পারে তা জানেন আলফাজ। তবে এখনই নেতিবাচক কিছু খুঁজতে চাইছেন না তিনি, ‘কোচের পদটি আসলে স্থায়ী নয়। ভালো করলে আপনি থাকবেন। খারাপ করলে বিদায়। এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। তবে আমি আশাবাদী। এই দলটি নিয়ে ঘষা-মাজা করে এগিয়ে যাওয়া সম্ভব। একজন বিদেশি বদল হতে পারে। শক্তি তাতে বৃদ্ধি হবে। আরও একটা দিক। আগে আমরা কিন্তু কোনও ম্যাচ লড়াই না করে হারিনি। একাধিক ম্যাচ আছে জেতার সম্ভাবনা থাকা সত্ত্বেও পয়েন্ট হারিয়েছি। তাই এবার আমরা আরও সতর্ক।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতারণা করে অর্থ আত্মসাৎ, চারজন গ্রেফতার
প্রতারণা করে অর্থ আত্মসাৎ, চারজন গ্রেফতার
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
৭৮তম কান উৎসবের পুরো বিজয়ী তালিকা
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
কানে ফিরেই জাফর পানাহির স্বর্ণপাম জয়!
নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি
নজরুলের কবিতা-গানে অনুপ্রাণিত হয়ে চব্বিশের অভ্যুত্থানে প্রাণ দিয়েছে ছাত্র-জনতা: এনসিপি
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
নুরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা
মিষ্টি বিদেশি আঙুর চাষ হচ্ছে দেশে, রয়েছে বাণিজ্যিক সম্ভাবনা