X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানালেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৩, ১৬:১৩আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৯:৫৫

এশিয়া কাপ মানেই বাংলাদেশের হৃদয় ভাঙার গল্প। তিন তিনবার ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হয়নি। আরও একবার ফাইনালের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে তারা। শিরোপার কথা সরাসরি না বললেও অধিনায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, তাদের লক্ষ্য ফাইনাল। 

এশিয়া কাপের সবশেষ আসরে অবশ্য গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশকে বিদায় নিতে হয়েছিল। আফগানিস্তান, শ্রীলঙ্কা, কারও বিপক্ষেই ভালো খেলতে পারেনি। এবার ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ হওয়ায় বড় আশা বাংলাদেশের। রবিবার (২৭ আগস্ট) দুপুরে শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে দলের প্রতিনিধি হয়ে সেই আশার কথা শুনিয়ে গেছেন তাসকিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড়। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি, আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হবো। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দোয়া করবেন যেন ভালো করতে পারি।’ 

দলের সবাই সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়া কাপে বড় অর্জন সম্ভব বলে মনে করছেন তাসকিন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে, সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন যেন সেরা ক্রিকেট খেলতে পারি।’
 
এবারের এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের স্বপ্নটা বেশ বড়ই। তার আগে অবশ্য বাংলাদেশ দলে অস্বস্তি দেখা দিয়েছে। চোটের কারণে নেই নিয়মিত ওপেনার তামিম ইকবাল। এছাড়া জ্বরে আক্রান্ত হয়ে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন দাসও। তার আগে পেসার এবাদত হোসেনও ইনজুরিতে ছিটকে গেছেন। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই কিছুটা এলোমেলো বাংলাদেশ শিবির।
 

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
টাকা নিয়ে দরজায় নক করা হলেও দরজা খোলেনি বিদেশি ক্রিকেটাররা: তাসকিন
বিসিবির বোর্ড সভায় যা থাকছে
হতাশা থাকলে গলায় দড়ি দিয়ে মরে যেতাম: তাসকিন
সর্বশেষ খবর
বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন
বিশ্বব্যাংকের জলবায়ু বিনিয়োগ তহবিলের নাগরিক সমাজ পর্যবেক্ষক জাকির হোসেন
ফেনীতে আ.লীগ কার্যালয় ও সাবেক তিন এমপির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
ফেনীতে আ.লীগ কার্যালয় ও সাবেক তিন এমপির বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকাতে প্রতিদিন জরুরি এই ৫ কাজ
ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকাতে প্রতিদিন জরুরি এই ৫ কাজ
স্বেচ্ছাসেবক দলের নেতাকে ‘গুলি করে’ হত্যা
স্বেচ্ছাসেবক দলের নেতাকে ‘গুলি করে’ হত্যা
সর্বাধিক পঠিত
শাওনের পর সোহানা সাবা আটক
শাওনের পর সোহানা সাবা আটক
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার