X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানালেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৩, ১৬:১৩আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৯:৫৫

এশিয়া কাপ মানেই বাংলাদেশের হৃদয় ভাঙার গল্প। তিন তিনবার ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হয়নি। আরও একবার ফাইনালের স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে তারা। শিরোপার কথা সরাসরি না বললেও অধিনায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, তাদের লক্ষ্য ফাইনাল। 

এশিয়া কাপের সবশেষ আসরে অবশ্য গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশকে বিদায় নিতে হয়েছিল। আফগানিস্তান, শ্রীলঙ্কা, কারও বিপক্ষেই ভালো খেলতে পারেনি। এবার ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ হওয়ায় বড় আশা বাংলাদেশের। রবিবার (২৭ আগস্ট) দুপুরে শ্রীলঙ্কায় উড়াল দেওয়ার আগে দলের প্রতিনিধি হয়ে সেই আশার কথা শুনিয়ে গেছেন তাসকিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড়। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি, আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হবো। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দোয়া করবেন যেন ভালো করতে পারি।’ 

দলের সবাই সেরা ক্রিকেট খেলতে পারলে এশিয়া কাপে বড় অর্জন সম্ভব বলে মনে করছেন তাসকিন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে, সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন যেন সেরা ক্রিকেট খেলতে পারি।’
 
এবারের এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের স্বপ্নটা বেশ বড়ই। তার আগে অবশ্য বাংলাদেশ দলে অস্বস্তি দেখা দিয়েছে। চোটের কারণে নেই নিয়মিত ওপেনার তামিম ইকবাল। এছাড়া জ্বরে আক্রান্ত হয়ে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন দাসও। তার আগে পেসার এবাদত হোসেনও ইনজুরিতে ছিটকে গেছেন। সব মিলিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই কিছুটা এলোমেলো বাংলাদেশ শিবির।
 

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
এশিয়া কাপ শুরু ৫ সেপ্টেম্বর!
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
বিপিএলে খেলতে আগ্রহী ‘নোয়াখালী রয়্যালস’ 
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন