X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষ নিয়ে ভাবছে না ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৮আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১১

মঙ্গলবার শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি হচ্ছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তাইত শ্রীলঙ্কাকে নিয়ে বিন্দুমাত্র ভাবছে না ভারত। সোমবার মিরপুর একাডেমিতে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে দলের প্রতিনিধি হয়ে কথা বলেন রবীচন্দ্রন অশ্বিন। প্রতিপক্ষ নিয়ে ভাবছে না ভারত
ভারতীয় এই অলরাউন্ডার বলেন, ‘আগামী ৩-৪ মাসে আমরা টি-টোয়েন্টির দিকে মনোযোগী। এ কারণে দল হিসেবে আমরা কতটা অজর্ন করতে পারি সেটাই মুখ্য। প্রতিপক্ষ কে সেদিকে আমাদের মনোযোগ নেই। নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের দিকেই বেশি মনযোগ আমাদের।’

উপমহাদেশের উইকেট সাধারণত এই ধরনের আচরণ করে না। যেমনটা গত কিছুদিন ধরে করছে। উইকেটের এমন আচরণে বিস্মিত কিনা জানতে চাইলে অশ্বিন বলেন, ‘এখানে বিস্ময়ের কিছু নেই। যে কোনও কন্ডিশনই দেওয়া হোক না কেন, আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য থাকতে হবে। এটা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের সবার জন্য একটি ড্রেস রিহার্সেল।’

তিনি আরও যোগ করেন, ‘যে কন্ডিশনের মধ্যে আপনাকে ছুঁড়ে ফেলা হয়েছে সেটা জানা জরুরি এবং সেখানে চেষ্টা করে মানিয়ে উঠে কন্ডিশনকেই হারাতে হবে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে বোলিং দক্ষতার চেয়ে বরং ব্যাটিংয়ের বিষয়টি নিয়েই চাপ থাকে। এ ধরণের কন্ডিশনে আমি এটাই করতে চাই। যখনই আক্রমণের কোনও সুযোগ উন্মুক্ত হবে, তা অবশ্যই করবো।’

পাক-ভারত ম্যাচ নিয়ে অশ্বিন বলেন, ‘এটা শুধুই একটা ম্যাচ ছিল। আমি শুধু একটা ম্যাচকেই ওপরে রাখব, সেটা হচ্ছে ২০১১ সালের বিশ্বকাপ সেমিফাইনালে তাদের বিরুদ্ধে যে ম্যাচ খেলেছি সেটা। এছাড়া আমরা আসলে কোনও বাড়তি চাপ নেইনি। সাধারণ মানুষ এবং মিডিয়া এত আলোচনা করে বলেই ম্যাচটা নিয়ে মাতামাতি বেশি। কিন্তু আমরা এটাকে অন্য ম্যাচগুলোর মতোই দেখি।’

বুমরাহ ও নেহরার প্রশংসা করতে গিয়ে অশ্বিন বলেন, ‘বুমরাহ ও নেহরার দুর্দান্ত পারফরম্যান্স স্পিনার হিসেবে আমার জন্য সহায়ক হয়েছে। আমরা যদি সবাই মিলে জ্বলে উঠতে পারি সেক্ষেত্রে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর কিছুই অপেক্ষা করবে।’

শ্রীলঙ্কান অধিনায়ক মালিঙ্গা বাংলাদেশের বিপক্ষে না খেললেও ভারতের বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে। মালিঙ্গার বোলিং নিয়ে অশ্বিন বলেন, ‘মালিঙ্গা একজন চ্যাম্পিয়ন বোলার। তাকে ছাড়া শ্রীলঙ্কা খেললে যেকোনও দলের জন্যই ভাল খেলার সহায়ক হবে। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১০ দল সবসময়ই খেলে, তাই সবার ব্যাপারেই ধারণা আছে। শ্রীলঙ্কা সবসময়ই বড় খেলাগুলোতে সামর্থ্যের চেয়ে বেশি উজাড় করে দেয়। নিজেদের যোগ্যতার বাড়তি দেখাতে পারে’

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!