X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

মিরপুরে টিকিট নিয়ে লঙ্কাকাণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৬, ১৮:৫১আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৯:০৭

এশিয়া কাপ কিছুক্ষণ পরই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২২ গজে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। কেউই এমন গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে চান না। সবাই চাইছে গ্যালারিতে বসে সাকিব-মুশফিকদের সমর্থন জানাতে। কিন্তু চাইলেই কি আর সব সম্ভব। এই চাওয়া পূরণে প্রয়োজন টিকিট। কিন্তু টিকিটতো সোনার হরিণের চেয়েও দুর্লভ। টিকিট বিক্রি হয়ে গেছে আগের দিন দুপুরের আগেই। তারপরও একটি টিকিটের প্রত্যাশায় ভক্তরা স্টেডিয়ামের আশে পাশে ভিড় জমাচ্ছেন।
এদিন মিরপুরে দেখা গেল কেউ কালোবাজারিতে ১৫০ টাকার টিকিট বিক্রি করছেন ১১০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে নকল টিকিটও। আরও বিস্ময়ের ব্যাপার এদিন টিকিট ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে মিরপুরে।

বুধবার দুপুরে প্রশাসন ও ব্যাংকের কর্মকর্তারা আগ্রহীদের টিকিট নেই বলে জানিয়ে দিলেও তারা বুথের সামনেই ভিড় করে থাকেন। পরে পুলিশ লাঠিচার্জ করে তদের ছত্রভঙ্গ করে। বুথে টিকিট না মিললেও কালোবাজারে ঠিকই চলছে রমরমা টিকিট-বাণিজ্য। পুলিশের চোখের সামনেই চলে এমন সব দৃশ্য। 

১৫০ টাকার সাধারণ গ্যালারির টিকিট বিক্রি হচ্ছে ১১০০ টাকা থেকে শুরু করে ১৬০০ টাকা পর্যন্ত। এমন দামেই অনেক টিকিট কিনছেন। স্টেডিয়াম ঘুরে দেখা গেছে, পুরো স্টেডিয়ামের আশেপাশে ৪-৫ জনের একটি গ্রুপ ভাগ হয়ে কালোবাজারিতে টিকিট বিক্রি করছেন। কেউ আবার বিক্রি করছেন নকল টিকিট। 

রাশেদ নামে এক যুবক সাধারণ গ্যালারির তিনটি টিকিট কিনেছেন ৩৫০০ টাকায়। তারপরও তিনি খুশি। কেননা এই ম্যাচটায় কোনও ভাবেই না দেখার অতৃপ্তি রাখতে চান না তিনি। কিন্তু গেটে ঢুকতে গিয়ে বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন।

শুধু তাই নয় বুধবার মিরপুরে টিকিট ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। ধানমণ্ডি থেকে দুই যুবক মিরপুর স্টেডিয়ামের চার নম্বর ও পাঁচ নম্বর গেটে এসেছে অপেক্ষা করছিলেন দুই বন্ধুর জন্য। টিকিট ছিল হাতেই। এক পর্যায়ে তাদের বে-খেয়ালের সুযোগ নিয়ে হঠাৎ ছো মেরে চার টিকিট নিয়ে কেটে পড়েন অন্য দুই যুবক। টিকিট ছিনতাইয়ের এমন দৃশ্য দেখে বিস্মিত ক্রিকিট ম্যাচ দেখতে আসা দর্শকরা।

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল