X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

যে কারণে ১১তম ওভারে বোলিং আক্রমণে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৬আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২০

দলের গুরুত্বপূর্ণ বোলার সাকিব আল হাসান। তিনি কিনা বোলিং আক্রমণে এলেন ১১তম ওভারে! শুধু তাই নয়, প্রথম দশ ওভারে মাত্র দুই জন স্পিনারকে দিয়ে একটি করে ওভার করিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান হোসান। গুরুত্বপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সের এমন বোলিং পরিকল্পনা বিস্মিত করেছে সবাইকে। মূলত বরিশালের ব্যাটিং লাইনআপে বাঁহাতিদের আধিক্য থাকায় রংপুর ভিন্ন পরিকল্পনা করেছিল। কিন্তু তাদের সেই পরিকল্পানায় পানি ঢেলে দেয় বরিশাল।

ইনিংসের দ্বিতীয় ওভারে শেখ মেহেদীকে বোলিং আক্রমণে আনা হয়। খুব খারাপ করেননি, ৭ রান খরচ করেছিলেন। এরপর আরও ৭ ওভার চলে গেলেও আনা হয়নি কোনও স্পিনারকে। চতুর্থ ওভারে আবু হায়দার রনি দুই উইকেট তুলে নেওয়ার পর পেসাররা মার খাচ্ছিলেন মুশফিক-সৌম্যর কাছে। এরপর দশম ওভারে মোহাম্মদ নবীকে এনে সাফল্য পায় রংপুর। ১১তম ওভারে সাকিব প্রথম বল হাতে নেন। মূলত গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের এতো পরে আসাটাই বিস্ময়কর লেগেছে অনেকের কাছে। ওই ওভারের পর আসলেন, ১৯তম ওভারে। তিন বলেই ম্যাচ শেষ করে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। সাকিব ১.৩ ওভার বোলিং করে ১৭ রান খরচায় ছিলেন উইকেট শূন্য।

সাকিবের বোলিংয়ে না আসার কারণ হিসেবে ম্যাচ সেরা মুশফিকুর রহিম মনে করেন, নিজেদের পরিকল্পনার কারণেই সাকিবকে বোলিংয়ে দেখা যায়নি। মুশফিক বলেন, ‘আমি মনে করি আমাদের যে গেম প্ল্যান ছিল সেটার কারণে তারা ফোর্স করেছে সাকিবকে পরে আনার। আপনি যদি খেয়াল করে দেখেন আমরা সৌম্যকে দিয়ে ওপেনিং করিয়েছিলাম তামিমের সঙ্গে (আগের ম্যাচে)। আজ কিন্তু বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন তৈরি করেছিলাম। আমরা চেষ্টা করেছি, সব সময় বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন তৈরি করে রাখতে। এই গেম প্ল্যানের কাছে ওরা ফেঁসে গেছে। আপনারা জানেন সাকিব কিন্তু যেকোনও সময় যেকোনও দলের বিপক্ষে বিশেষ করে এরকম মোমেন্টে ভ্যালুয়েবল বোলার। আমরা যে পরিকল্পনা করেছি সেটাতে সফল হয়েছি। কারণ তাদের কুইকার বোলার যারা আছে তারা আগে বোলিং করেছে। পরে আমাদের জন্য রান করা সহজ হয়ে গেছে।’

রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান অবশ্য জানিয়েছেন স্পিনারদের জন্য উইকেটে কিছু ছিল না বলেই সাকিবকে পরে বোলিংয়ে এনেছেন। তিনি বলেন, ‘আজ উইকেটে সিমিং অনেক বেশি হচ্ছিল। সাকিব ভাইয়ের সঙ্গে আমার এটা নিয়ে কথা হচ্ছিল। বলছিল, আমাদের পাওয়ার প্লেতে উইকেট দরকার। স্পিনারদের জন্য উইকেটে খুব একটা হেল্প হচ্ছিল না। এ কারণে আমাদের মূল পেসারদের দিয়ে চেষ্টা করেছি।’

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
নিউইয়র্কে সাকিবের ব্যবহারে মুগ্ধ বাংলাদেশের সাবেক গোলকিপার 
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই