X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিরিজে সমতা ফেরাতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ১৮:৪৬আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৮:৪৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। সিরিজে টিকে থাকতে তাদের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সমতা ফেরার লড়াইয়ে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটি জিততে মরিয়া বাংলাদেশ।  

অজিদের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও সাম্প্রতিককালে বাংলাদেশের পারফরম্যান্স বেশ ভালো। গত বছরের মাঝামাঝিতে ভারত ও পাকিস্তানের বিপক্ষে এবং সবশেষ দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হারিয়ে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়ানোর আত্মবিশ্বাস অর্জন করেছিল। কিন্তু বাজে ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হয়েছে স্বাগতিকদের।

আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকতে হবে। কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়েই অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ হলেও পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থার উন্নতির দিকে মনোযোগ দেওয়াই লক্ষ্য ছিল তাদের। কিন্তু সিরিজের প্রথম ম্যাচেই অনেক বড় হার সেই লক্ষ্যে একটু হলেও ব্যাঘাত ঘটিয়েছে। তাই তো সিরিজে ফেরার মিশনে বাড়তি মনোযোগ বাংলাদেশের মেয়েরা। 

শনিবার সংবাদ সম্মেলনে দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন বলেছেন, ‘আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে। অন্যান্য দলের বিপক্ষে তারা তিনশর বেশি রান করেছে। আমি মনে করি আমাদের বোলারের বিপক্ষে তারা ভুগেছে। আমাদের ভুলের কারণে তারা দুইশ পার করতে পেরেছে। আমি মনে করি একই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবো। আমার কথা যদি বলি, টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছিল। শেষ ওভার আমাকে দেওয়া হয়েছিল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। হয়তো বা সে (অ্যালানা কিং) ভালো খেলে ফেলেছে।’

রবিবার নিজেদের সেরা ক্রিকেট খেলেই ম্যাচটা জিততে মুখিয়ে লাল-সবুজ জার্সিধারীরা, ‘কাল (রবিবার) আমরা ভালো খেলার চেষ্টা করবো। কে বলতে পারে, এই সিরিজটাতে হয়তো আমরা আমাদের ইনিংস লম্বা করতে পারি। আসলে ক্রিকেট খেলাটাই এমন। একটা চাপ থেকে যায়, প্রশ্ন থেকে যায় আমরা ক্যারিয়ার কতটা গড়তে পেরেছি। এখানে সবারই সুযোগ আছে, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন কিংবা বোলিং। ব্যাটাররা সর্বোচ্চ চেষ্টা করছে, যারা টপ অর্ডার ব্যাটিং করছে তাদেরও রানের অনেক ক্ষুধা। আর বড় দলের বিপক্ষে চাইবো আমাদের সেরাটা খেলার।’

শেষে ফাহিমা আরও যোগ করেছেন, ‘আমাদের কন্ডিশনে আমরা নিজেরা অভ্যস্ত। ওদের একটাই বিষয় ছিল ওরা আমাদেরকে অ্যাটাক করেছে। আমরা একটা জুটি গড়ার পর আমাদের পজিশন অনেক ভালো ছিল। ২ উইকেট যাওয়ার পরও আমাদের রানরেট ভালো ছিল।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু