X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শরিফুলের মতে, মোস্তাফিজ আইপিএল বেশি উপভোগ করেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ১৯:২৮আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৯:২৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে বাংলাদেশের হয়ে শুধু  মোস্তাফিজুর রহমান খেলছেন। তবে শরিফুল ইসলামেরও সুযোগ এসেছিল। লখনউ সুপার জায়ান্টস বাংলাদেশের পেসারকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। কিন্তু জাতীয় দলের ব্যস্ত সূচি এবং ইনজুরির ঝুঁকি বিবেচনায় তাকে অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য খেলতে না পারলেও নিয়মিত আইপিএলের খেলা দেখছেন সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা এই পেসার।

সোমবার সুপার লিগে দলের প্রথম ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে ২৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর শরিফুল জানালেন, আইপিএলে মোস্তাফিজুর রহমানের খেলা কখনও মিস করেন না তিনি। এই পেসার বললেন, ‘প্রতিটা ম্যাচ দেখি। মোস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি। উনার সঙ্গে ম্যাচের পরদিন কথা হয়।’

শরিফুল মনে করেন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ে আইপিএল বেশি উপভোগ করেন মোস্তাফিজ। তিনি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের থেকে আইপিএলে মোস্তাফিজ ভাই বেশি উপভোগ করেন, কারণ ওখানে চাপটা খুব কম আর কী! বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে। চাপ বলতে সবার চাওয়া একটু বেশি থাকে, কারণ উনি তো শেষ কয়েকটা ম্যাচ খুব ভালো পারফর্ম করছিলেন। উনি ভালো করছেন, কিন্তু সবার চাওয়া অনুযায়ী হয়তো দুয়েকটা ম্যাচ করতে পারেননি।’

আবাহনীর জার্সিতে সবগুলো ম্যাচ খেলার সুযোগ পাননি শরিফুল। তবে চার ম্যাচ খেলে ইতোমধ্যে তুলে নিয়েছেন ১০ টি উইকেট। নিজের পারফরম্যান্স নিয়ে দারুণ খুশি এই পেসার, ‘আলহামদুলিল্লাহ, আমি যেরকম চেষ্টা করেছি সেরকমটা হয়েছে। আমি খুশি।’

প্রত্যাশার চাপ বাড়লেও ভেঙে পড়তে চান না শরিফুল, ‘অবশ্যই চ্যালেঞ্জ বাড়ছে। কিন্তু আমি ওদিকে চিন্তা করছি না। আমি চিন্তা করছি, কীভাবে সুস্থ থেকে ধারাবাহিক পারফরম্যান্স করে যেতে পারি।’

চলতি প্রিমিয়ার লিগে কেবল শরিফুল নয়। বোলারদের তালিকায় সবার শীর্ষে আছেন পেসাররা। গাজী গ্রুপের রুয়েল মিয়া ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে আছেন শীর্ষে। মোহামেডানের জার্সিতে খেলা আবু হায়দার ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে আছেন তিন নম্বরে। বিশেষ করে বাঁহাতি পেসাররা সাফল্য পাচ্ছেন। সবার বোলিং নিয়ে শরিফুল বলেছেন, ‘পেসাররা খুব ভালো করছে। রুয়েল টপে আছে। তাসকিন ভাইও ভালো বোলিং করছেন। মারুফ মৃধা, ওরাও ভালো বল করছে। আমি মনে করি যে এবার পেসাররা খুব ভালো পারফর্ম করছে ডিপিএলে।’

তীব্র গরমের মধ্যে ঢাকা লিগ চলছে। এই আবহাওয়ায় ক্রিকেটারদের মানিয়ে নেওয়াটা বেশ কঠিন। এ প্রসঙ্গে শরিফুল জানালেন, ‘আপনারা বুঝতে পারছিলেন অনেক গরম। আমাদের ওভাবেই খেলতে হবে, গরমের মধ্যে। যেহেতু খেলাটা চলছে। আমরা ওভাবে চিন্তা করিনি যে এতটা গরম। হয়তো চিন্তা করলে আরেকটু বেশি গরম লাগতো। আমাদের মনের মধ্যে ছিল, দুই তিন ওভার করে একটু বের হয়ে আবার যাবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী