X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ টফিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২৪, ১৯:০৪আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৯:০৪

আর কয়েক মাস পরই কুড়ি ওভারের ধুম-ধারাক্কা ক্রিকেটের দামামা বেজে উঠবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র। চলতি পথে ক্রিকেটপ্রেমীরা ক্রিকেটের একটি বলও যেন মিস না করে, এই ভাবনা থেকে আবারও আরেকটি  বিশ্বকাপ সম্প্রচার করতে যাচ্ছে বাংলালিংক। খেলা সম্প্রচারের জন্য দেশের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি ব্যবহার করবে।

বিশ্বজুড়ে খেলা সম্প্রচারের বাস্তবতায় এবার অঞ্চলভেদে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে আইসিসি। বাংলাদেশে আগামী দুই বছরের আইসিসি টুর্নামেন্টগুলোর এই স্বত্ব পেয়েছে টিএসএম। তাদের সঙ্গে কৌশলগত চুক্তি করে ডিজিটাল প্ল্যাটফর্মে এই খেলাগুলো সম্প্রচারের স্বত্ব কিনেছে বাংলালিংক।

বাংলালিংক ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশে সকল আইসিসি টুর্নামেন্ট সম্প্রচারের এক্সক্লুসিভ ডিজিটাল স্বত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফির মাধ্যমে আগামী ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচারের মাধ্যমে নতুন এই স্বত্বের কার্যক্রম শুরু হবে। টোটাল স্পোর্টস ম্যানেজমেন্টের (টিএসএম) সঙ্গে কৌশলগত চুক্তির ফলে দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি ২০২৪ ও ২০২৫ সালের বিশ্বের বৃহত্তম ক্রিকেট আসরের প্রত্যেকটির এক্সক্লুসিভলি সম্প্রচার করবে। 

এই সময়ে ২০টি দেশের অংশগ্রহণে পুরুষদের ৭১টি ম্যাচ ও নারীদের ৯৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই আইসিসি টুর্নামেন্টগুলোর মধ্যে আইসিসি পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪, আইসিসি পুরুষ চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। সাবস্ক্রিপশন ফি ও বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয় দিয়ে এই স্বত্বের মূল্য পরিশোধ করা হবে।

টফি ইতোমধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ স্পোর্টস টুর্নামেন্টলোর উচ্চ মানসম্পন্ন সম্প্রচারের মাধ্যমে দর্শকদের মাঝে নিজের অবস্থান পোক্ত করেছে। বহুল কাঙ্ক্ষিত আইসিসি টুর্নামেন্টগুলোতেও বাংলাদেশের দর্শকদের নিরবচ্ছিন্নভাবে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে চায় টফি। এখন পর্যন্ত পাঁচ কোটিরও বেশি দর্শক টফিতে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২, এশিয়া কাপ ক্রিকেট ২০২৩ ও আইসিসি পুরুষ বিশ্বকাপ ২০২৩-এর মতো টুর্নামেন্টগুলোর নির্বিঘ্ন সরাসরি সম্প্রচার উপভোগ করেছে। 

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেছেন, ‘বাংলাদেশের লাখো ক্রিকেটপ্রেমীদের ডিজিটাল খেলা দেখার মানসম্মত অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি তাদেরকে খেলার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্প্রচার স্বত্ব লাভের ফলে টফি ও মাইবিএল সুপারঅ্যাপের মাধ্যমে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের ক্রিকেট উপভোগের সর্বোচ্চ অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই। একইসঙ্গে এর মাধ্যমে তাদের ডিজিটাল লাইফস্টাইল আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী।’

টিএসএম প্রধান নির্বাহী মো. মইনুল হক চৌধুরী বলেছেন, ‘টফির সঙ্গে আমাদের বিদ্যমান চুক্তির মাধ্যমে উন্মুক্ত হওয়া বিশাল সম্ভাবনার বিষয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আইসিসি ইভেন্টগুলির পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলিও টফিতে স্ট্রিমিং হবে ইতোমধ্যে যেগুলির লাইসেন্স টিএসএম কর্তৃক টফিকে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি দেশের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফির সঙ্গে চুক্তির ফলে দর্শকদের ক্রিকেট দেখার অভিজ্ঞতাকে আমরা ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারবো।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা