বিসিবির রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বদল এসেছে। গত আগস্টে ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। প্রায় ৫ মাস কাটিয়ে দিলেও ফারুক আহমেদ স্ট্যান্ডিং কমিটি গঠন করেননি। জোড়াতালি দিয়েই হচ্ছিল ক্রিকেট কার্যক্রম। অবশেষে শনিবার বোর্ড সভা শেষে স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেছেন মিডিয়া কমিটির দায়িত্ব পাওয়া ইফতেখার রহমান মিঠু। ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির ঘোষণা করা হয়েছে। বাকি দুটি কমিটি এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ পোস্ট ক্রিকেট পরিচালনা বিভাগ। সেটির দায়িত্ব পেয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির আরও একটি গুরুত্বপূর্ণ বিভাগ মিডিয়া কমিটি। সেটির দায়িত্ব পেয়েছেন আগের মেয়াদের আম্পায়ার্স কমিটিতে থাকা মিঠু।
আগের মেয়াদে পরিচালক হিসেবে থাকা ফাহিম সিনহা পেয়েছেন গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব। শুধু এটিই না, একাধিক কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন তিনি। অন্যদিকে আকরাম খানকে দেওয়া হয়েছে টুর্নামেন্ট, ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির দায়িত্ব। কয়েক বছর ধরেই গ্রাউন্ডস কমিটিতে আছেন মাহবুব আনাম। এবারও তিনি একই কমিটির চেয়ারম্যান। পাশাপাশি আরও আছেন টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি ও হাইপারফরম্যান্স কমিটির দায়িত্বে।
কাজী ইনাম আহমেদ আগেরবারের মতো বাংলা টাইগার্সের দায়িত্ব পেয়েছেন। আগের মতো সিসিডিএম কমিটি আছে মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীর কাঁধে। বিসিবির সভাপতি নিজের কাছে রেখেছেন মার্কেটিং কমিটি।
স্ট্যান্ডিং কমিটি
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটি: ইফতেখার রহমান মিঠু
গেম ডেভেলপমেন্ট কমিটি: ফাহিম সিনহা
হাই পারফরম্যান্স: মাহবুব আনাম
টুর্নামেন্ট কমিটি: আকরাম খান
গ্রাউন্ডস কমিটি: মাহবুব আনাম
ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটি: আকরাম খান
ফিজিক্যালি চ্যালেঞ্জড: আকরাম খান
ক্রিকেট অপারেশন্স কমিটি: নাজমুল আবেদিন ফাহিম
বয়সভিত্তিক গ্রুপ টুর্নামেন্ট কমিটি: সাইফুল আলম স্বপন চৌধুরী
আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু
সিসিডিএম: সালাউদ্দিন চৌধুরী
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি: ফারুক আহমেদ
বাংলা টাইগার্স: কাজী ইনাম আহমেদ
লজিস্টিক প্রোটকল কমিটি: ফাহিম সিনহা
উইমেন্স উইং: নাজমুল আবেদিন ফাহিম
অডিট কমিটি: মোহাম্মদ সালাউদ্দিন
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি: মাহবুব আনাম
মেডিকেল কমিটি: মানজুর আলম
ফিন্যান্স কমিটি: ফাহিম সিনহা
ডিসিপ্লিনারি কমিটি: সাইফুল আলম স্বপন
ওয়েলফেয়ার কমিটি: মানজুর আলম