এই মাসে তিনটি ওয়ানডের সিরিজ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের আসবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিম। ওয়ানডে ম্যাচ হবে রাজশাহীতে। চট্টগ্রাম ও ঢাকায় হবে চার দিনের খেলা।
দক্ষিণ আফ্রিকা ৭ মে ঢাকায় পা রেখে রাজশাহীতে চলে যাবে। সেখানে চার দিন পর ১২ মে প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ ১৪ ও ১৬ মে।
প্রথম চার দিনের ম্যাচ ২০ মে থেকে চট্টগ্রামে। ২৮ মে ঢাকার মিরপুরে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলে ৩১ মে বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ দল: আকবর আলী (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিশান আলম, রায়হান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ রায়হান, ওয়াসি সিদ্দীক, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল, আসাদুজ্জামান।