আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে মোস্তাফিজুর রহমান চলে যান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে। সেখানে দারুণ পারফরম্যান্স করা বাঁহাতি পেসারকে নিয়ে পাকিস্তান সিরিজের ছক যখন কষছিল বাংলাদেশ, সেই সময় এলো দুঃসংবাদ।
বুড়ো আঙুলের চোটে ছিটতে গেছেন মোস্তাফিজ। তার বদলে উড়িয়ে নেওয়া হচ্ছে আরেক পেসার খালেদ আহমেদকে। রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
মোস্তাফিজকে পাকিস্তান সফরে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। শনিবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচে বল করার সময় ফিরতি শট ঠেকাতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে ‘ক্লিপ ফ্র্যাকচার’ হওয়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেনের বরাত দিয়ে বিসিবি জানিয়েছে, ‘গতকাল (শনিবার) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচারে আক্রান্ত হয়েছেন। এই আঘাত থেকে সেরে উঠতে তার বিশ্রাম ও পুনর্বাসনের প্রয়োজন। আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে আবারও মূল্যায়ন করবো।’
স্থগিত আইপিএল পুনরায় শুরুর পর ব্যক্তিগত কারণে জেক ফ্রেজার ম্যাগার্ক না ফেরায় দিল্লি নিয়েছে মোস্তাফিজকে। ৩ ম্যাচে তিনি ৭.৯০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। গত রাতে দিল্লি ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। জয়ের ম্যাচেই সাকিব আল হাসানের রেকর্ড ভেঙেছেন বাঁহাতি পেসার। বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ ৬৫ উইকেটের মালিক এখন মোস্তাফিজ। সাকিব আইপিএলে ৭১ ম্যাচে ৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট।
সাম্প্রতিক সময়ে কুড়ি ওভারের ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজ। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে তার বোলিংয়েই জিতেছিলো বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে তার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছেন লিটন দাসরা। পাকিস্তান সিরিজের আগে মোস্তাফিজের অভাব প্রকট হচ্ছে সেটি প্রায় নিশ্চিত। যদিও বিসিবির জাতীয় নির্বাচক প্যানেল মোস্তাফিজের পরিবর্তে পাকিস্তান সফরের দলে খালেদকে অন্তর্ভুক্ত করেছে। সাম্প্রতিক সময়ে তার ফর্মও বেশ ভালো। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সাফল্য পাচ্ছেন তিনি।