আইপিএলে সর্বোচ্চ দলীয় রানের তালিকায় নতুন করে আরেকবার সানরাইজার্স হায়দরাবাদের নাম উঠলো। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করা ২৭৭ রান টপকে এবার তৃতীয় সর্বোচ্চ রান করলো তারা। প্রথম দুটি রেকর্ডও তাদের দখলে। রবিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিজেদের শেষ আইপিল ম্যাচে আইনরিখ ক্লাসেনের বিস্ফোরক সেঞ্চুরিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান করে ১১০ রানে জিতলো হায়দরাবাদ।
বিশাল লক্ষ্যে নেমে কলকাতা ১৮.৪ ওভারে ১৬৮ রানে অলআউট হয়েছে। জয়দেব উনারকাটের শুরুর আঘাতেই ৭০ রানে ৫ উইকেট হারায় গত আসরের চ্যাম্পিয়নরা। এহসান মালিঙ্গা ও হার্শ দুবেও দারুণ বোলিংয়ে কলকাতাকে উঠে দাঁড়াতে দেননি।
১১০ রানে সাত উইকেট হারানোর পর মানীষ পান্ডে ও হার্ষিত রানা ৫২ রানের জুটি গড়েন। দুজনের ত্রিশোর্ধ্ব ইনিংসে কলকাতা শেষ লড়াই করে। মানীষ ৩৭ ও হার্ষিত ৩৪ রান করেন। এছাড়া ওপেনিংয়ে সুনীল নারিনের ব্যাট থেকে আসে ৩১ রান।
উনারকাট, মালিঙ্গা ও হার্শ তিনটি করে উইকেট নেন।
এর আগে অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের ৪১ বলে ৯২ রানের জুটিতে দারুণ শুরু হয় হায়দরাবাদের। অভিষেক ১৬ বলে ৩২ রানে আউট হলে এই জুটি ভাঙে। তারপর হেড ও আইনরিখ ক্লাসেনের ৩৫ বলে ৮৩ রানের জুটিতে কলকাতার ওপর দাপট দেখায় হায়দরাবাদ।
১৩তম ওভারে ৪০ বলে ছয়টি করে চার-ছয়ে ৭৬ রানে আউট হন হেড। অস্ট্রেলিয়ান ব্যাটারের বিদায়ের পর ক্লাসেন ৩৯ বলে ৭ চার ও ৯ ছয়ে ১০৫ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর কলকাতার নাগালের বাইরে নেন। ২০ বলে ২৯ রান করেন ইশান কিষাণ। ৩৭ বলে আইপিএলের যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করা ক্লাসেনের সঙ্গে তার ৩৬ বলের জুটিও ছিল ৮৩ রানের।
১৪ ম্যাচে ষষ্ঠ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে মৌসুম শেষ করলো হায়দরাবাদ। কলকাতা ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে।