X
সোমবার, ২৬ মে ২০২৫
১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্লাসেনের বিস্ফোরক সেঞ্চুরিতে কলকাতাকে ১১০ রানে হারালো হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৫, ০০:১৯আপডেট : ২৬ মে ২০২৫, ০০:২৩

আইপিএলে সর্বোচ্চ দলীয় রানের তালিকায় নতুন করে আরেকবার সানরাইজার্স হায়দরাবাদের নাম উঠলো। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করা ২৭৭ রান টপকে এবার তৃতীয় সর্বোচ্চ রান করলো তারা। প্রথম দুটি রেকর্ডও তাদের দখলে। রবিবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিজেদের শেষ আইপিল ম্যাচে আইনরিখ ক্লাসেনের বিস্ফোরক সেঞ্চুরিতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ উইকেটে ২৭৮ রান করে ১১০ রানে জিতলো হায়দরাবাদ।

বিশাল লক্ষ্যে নেমে কলকাতা ১৮.৪ ওভারে ১৬৮ রানে অলআউট হয়েছে। জয়দেব উনারকাটের শুরুর আঘাতেই ৭০ রানে ৫ উইকেট হারায় গত আসরের চ্যাম্পিয়নরা। এহসান মালিঙ্গা ও হার্শ দুবেও দারুণ বোলিংয়ে কলকাতাকে উঠে দাঁড়াতে দেননি।

১১০ রানে সাত উইকেট হারানোর পর মানীষ পান্ডে ও হার্ষিত রানা ৫২ রানের জুটি গড়েন। দুজনের ত্রিশোর্ধ্ব ইনিংসে কলকাতা শেষ লড়াই করে। মানীষ ৩৭ ও হার্ষিত ৩৪ রান করেন। এছাড়া ওপেনিংয়ে সুনীল নারিনের ব্যাট থেকে আসে ৩১ রান।

উনারকাট, মালিঙ্গা ও হার্শ তিনটি করে উইকেট নেন।

এর আগে অভিষেক শর্মা ও ট্রাভিস হেডের ৪১ বলে ৯২ রানের জুটিতে দারুণ শুরু হয় হায়দরাবাদের। অভিষেক ১৬ বলে ৩২ রানে আউট হলে এই জুটি ভাঙে। তারপর হেড ও আইনরিখ ক্লাসেনের ৩৫ বলে ৮৩ রানের জুটিতে কলকাতার ওপর দাপট দেখায় হায়দরাবাদ।

১৩তম ওভারে ৪০ বলে ছয়টি করে চার-ছয়ে ৭৬ রানে আউট হন হেড। অস্ট্রেলিয়ান ব্যাটারের বিদায়ের পর ক্লাসেন ৩৯ বলে ৭ চার ও ৯ ছয়ে ১০৫ রানে অপরাজিত থেকে দলীয় স্কোর কলকাতার নাগালের বাইরে নেন। ২০ বলে ২৯ রান করেন ইশান কিষাণ। ৩৭ বলে আইপিএলের যৌথভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করা ক্লাসেনের সঙ্গে তার ৩৬ বলের জুটিও ছিল ৮৩ রানের।

১৪ ম্যাচে ষষ্ঠ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ছয়ে থেকে মৌসুম শেষ করলো হায়দরাবাদ। কলকাতা ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
আগে বাড়ি ফিরতে চান ধোনি, চার-পাঁচ মাস পর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত
গুজরাটকে হারিয়ে আইপিএল শেষ করলো চেন্নাই
আইপিএলে চার দলের শীর্ষ দুইয়ে থাকার সমীকরণ
সর্বশেষ খবর
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
টসের ১০ মিনিট আগে পাকিস্তানে এসে লাহোরকে চ্যাম্পিয়ন করলেন রাজা
সর্বাধিক পঠিত
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি