X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বড় জয়ে সেমিফাইনালে ওয়ালটন ওয়ারিয়র্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৭:৫২আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:৫৯

 বড় জয়ে সেমিফাইনালে ওয়ালটন ওয়ারিয়র্স থাইল্যান্ডে অনুষ্ঠিত ‘হুয়া হিন ক্রিকেট সিক্সেস’-এ টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছে কাপ বিভাগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা ‘ওয়ালটন ওয়ারিয়র্স।’
মঙ্গলবার চার্লটন সিসিকে ৪ উইকেটে হারিয়েছে ওয়ালটন ওয়ারিয়র্স। দোসিত থানি রিসোর্ট মাঠে টসে জিতে ব্যাটিং করতে নেমে চার্লটন সিসি নির্ধারিত ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৪ রান করে। ওয়ালটনের হয়ে উইকেট শিকার করেন আরিফুল ইসলাম সবুজ।
জবাবে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়ালটন। ওপেনার মেহেদী মারুফ ৬ রানে রান আউটের শিকার হন। ওয়ান ডাউনে নামা রুবায়েত স্কোরবোর্ডে ১৮ রান যোগ করে সাজঘরের পথ ধরেন।
একপ্রান্ত আগলে শেষ পর্যন্ত ব্যাটিং করে যান বাঁহাতি ওপেনার ইলিয়াস সানী। ১৮ রান আসে সানীর ব্যাট থেকে। তার সঙ্গে ছিলেন অনোয়ারুল ইসলাম (৯)। ম্যাচ সেরা নির্বাচিত হন ইলিয়াস সানী।    

‘হুয়া হিন ক্রিকেট সিক্সেস’ টুর্নামেন্টে তিন বিভাগে মোট ২০টি দল অংশ নিচ্ছে। দুই বিভাগে বাংলাদেশ থেকে দুটি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। কাপ বিভাগে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে ‘ওয়ালটন ওয়ারিয়র্স।

২০১৪ সালে চিয়াং মাই আন্তর্জাতিক সিক্স-এ-সাইড ক্রিকেটে ওয়ালটন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। থাইল্যান্ডের স্কুল ক্রিকেট উন্নয়নের জন্য গত ২৭ বছর ধরে থাইল্যান্ডের সমুদ্র উপকুলীয় শহর চিয়াং মাইতে এই টুর্নামেন্টটি হচ্ছে। ২৬তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবছর হুয়া হিন ক্রিকেট সিক্সেসে ওয়ালটন ওয়ারিয়র্সকে আমন্ত্রণ জানানো হয়েছে।

১৯৯৭ সাল থেকে হুয়া হিন ক্রিকেট সিক্সেস টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। জমজমাট এ টুর্নামেন্টে প্রতিবছর অংশ নিচ্ছে স্বাগতিক থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

ওয়ালটনের জার্সিতে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়। সঙ্গে আছেন জাতীয় ক্রিকেট দলের স্পিনার ইলিয়াস সানী ও পেসার মোহাম্মদ শরীফ। ওয়ালটনের অন্যান্য ক্রিকেটাররা হলেন- আনোয়ারুল ইসলাম, মেহেদী মারুফ, সুনান রুবায়েত, আরিফুল ইসলাম সবুজ, মিনহাজ আহমেদ শাফিল।

মাস্টার্স বিভাগে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে নারায়ণগঞ্জ ক্লাব। এর আগে ২০০৮ ও ২০১৪ সালে মাস্টার্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ থেকে অংশ নেওয়া এ দলটি। নারায়ণগঞ্জ ক্লাবের হয়ে খেলছেন জাতীয় দলের তিন প্রাক্তন ক্রিকেটার ফারুক আহমেদ, আতাহার আলী খান ও হাবিবুল বাশার সুমন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ