X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সলিডারিটি কাপের বিপক্ষে বাফুফে সভাপতি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৬, ১৮:৫৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৯:০০

সলিডারিটি কাপের বিপক্ষে বাফুফে সভাপতি! আগামী ১০ অক্টোবর এএফসি এশিয়া কাপ প্লে-অফ-২-এ ভুটানের কাছে হেরে গেলেও নভেম্বরে মালয়েশিয়ায় হতে যাওয়া সলিডারিটি কাপে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে এই টুর্নামেন্ট খেলার বিপক্ষে রয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন!  

আজ সোমবার বাফুফে ভবনে সালাউদ্দীন এ টুর্নামেন্ট খেলার বিপক্ষে মত দিয়ে বলেন, ‘আমি এই টুর্নামেন্ট খেলার বিপক্ষে। যদিও এটি আমার ব্যক্তিগত মতামত। আমি এটি ন্যাশনাল টিমস কমিটিকে জানাবো; ভুটানের বিপক্ষে হেরে গেলে লিগ বন্ধ করে এই টুর্নামেন্ট খেলার কোনও যৌক্তিকতা দেখি না।’

এছাড়া ভুটানের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ খেলার জন্য দলকে সার্বিকভাবে প্রস্তুত করতে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, দলনেতা শওকত আলী খান জাহাঙ্গীরসহ অন্যান্যদের নিয়ে আলোচনায় বসেছিলেন বাফুফে সভাপতি।  এ প্রসঙ্গে বলতে গিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমরা দলকে সবদিক থেকে আমাদের সাধ্যমতো সহযোগিতা দিতে চাই, আমরা চাই খেলোয়াড়রা তাদের সেরা নৈপুণ্য মাঠে উপহার দেবে। আশা করি খেলোয়াড়রা দেশের স্বার্থে খেলবে।’

কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমরা বুধবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবো। আমরা চাই জাতীয় ফুটবল দল এ ম্যাচে জয়ের জন্য পূর্ণ মনোসংযোগ করবে।’

উল্লেখ্য, ইতোমধ্যে এএফসি টুর্নামেন্টের গ্রুপিংও চূড়ান্ত করে ফেলেছে। ‘ক’ গ্রুপে আছে নেপাল, পাকিস্তান ও ব্রুনেই দারুস সালাম। বাংলাদেশ যদি প্লে-অফ- ২ এর বাধা টপকাতে না পারে তবে বাংলাদেশের স্থান হবে এই গ্রুপে। এই গ্রুপে প্লে-অফ-৩ এর দুই প্রতিদ্বন্দ্বী চাইনিজ তাইপে ও তিমোর লেসতের মধ্যকার হেরে যাওয়া দলও খেলবে। আর ‘খ’ গ্রুপে আছে শ্রীলঙ্কা, ম্যাকাও, মঙ্গোলিয়া এবং মালদ্বীপ ও লাওসের মাঝে হেরে যাওয়া দলটি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা