X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রোনালদোয় আবার জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০১৬, ০০:২৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ০০:৪৪

গোল উদযাপন করছেন রোনালদো ক্রিস্তিয়ানো রোনালদোকে থামানো যাচ্ছে না। রবিবারও দেখা মিলল দুরন্ত পর্তুগিজ ফরোয়ার্ডকে। তার নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ টানা ষষ্ঠ লা লিগা ম্যাচ জিতল। আর এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্তিশালী করল তারা। অবশ্য স্পোর্তিং গিহনের বিপক্ষে ২-১ গোলের জয়টি এসেছে ঘাম ঝরিয়ে।


মাদ্রিদ ডার্বিতে হ্যাটট্রিকের পর গিহনের বিপক্ষে রিয়ালের সবগুলো গোলই করেছেন রোনালদো। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন তিনি। এনিয়ে চলতি লিগ মৌসুমে ১০ ম্যাচে ১০ গোল করলেন রোনালদো। একই সঙ্গে বার্সার লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে পেছনে ফেলে শীর্ষ লিগ গোলদাতার আসনে জায়গা করে নিলেন ৩১ বছর বয়সী।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের সামনে শক্ত প্রতিরোধ গড়েছিল গিহন। দুই গোলে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা চালায় তারা। ৩৫ মিনিটে একটি গোল শোধ দিয়ে রিয়ালকে অস্বস্তিতে ফেলেছিল অতিথি দলটি। কার্লোস কারমোনার ওই গোলের পর সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল গিহনের সামনে। ম্যাচ শেষ হওয়ার ১২ মিনিট আগে পেনাল্টি পায় তারা। কিন্তু দুজে কোপ পেনাল্টিতে গোলে ব্যর্থ হলে রিয়ালের ভাগ্যে পুরো তিন পয়েন্ট জোটে।

রিয়ালের শুরুটা অপ্রত্যাশিতভাবে ভালো ছিল। মাত্র পাঁচ মিনিটে লুকাস ভাজকুয়েজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। রোনালদো সহজেই পরাস্ত করেন প্রতিপক্ষ গোলরক্ষককে। পর্তুগিজ তারকার সামনে আরেকবার সুযোগ আসে ১৮ মিনিটে। হেড করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ২৬ পয়েন্ট নিয়ে তাদের পরে বার্সেলোনা। ব্যবধান আবার চারে নামিয়ে আনতে হলে কাতালান জায়ান্টদের কঠিন পরীক্ষা দিতে হবে রিয়াল সোসিয়েদাদের মাঠে। রবিবার প্রতিপক্ষের মাঠে নামবে লুইস এনরিকের শিষ্যরা।

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!