X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

কোপার শেষ ষোলোতে রিয়াল, ড্র বার্সার

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৬, ১১:১৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১১:১৭

মারিয়ানোর হ্যাটট্রিকে রিয়াল পায় উড়ন্ত জয় শনিবারের এল ক্লাসিকো সামনে রেখে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় সারির দলই নামল, যেখানে অভিষেক হলো এনজো জিদানের। নামটি খ্যাতিমান হতে পারেনি, কেবলই সিনিয়র পর্যায়ে অভিষেক হলো। ফরাসি গ্রেট জিনেদিন জিদানের পুত্র বাবার মতো ঝলক দেখাতে পারে কি না জানতে আরও সময় লাগবে। তবে অভিষেকটা তিনি বর্ণিল করলেন প্রথম ম্যাচেই গোল করে। ক্রিস্তিয়ানো রোনালদো-করিম বেনজেমাদের অনুপস্থিতিতে বৃহস্পতিবার সবচেয়ে আলো কেড়েছেন মারিয়ানো দিয়াজ। তার হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ কোপা ডেল রেতে আরেকবার উড়ন্ত জয় পেয়েছে। কালচারাল লিওনেসাকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৬-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দুই লেগ মিলিয়ে ১৩-২ গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে জিদানের শিষ্যরা।

বার্সেলোনার মাঠে এল ক্লাসিকো এবং লিওনেসার বিপক্ষে প্রথম লেগে ৭-১ গোলের জয়; সেগুন্দা বি বিভাগীয় দলটির বিপক্ষে যে পুরো বদলে যাওয়া একটি দল নামাবেন জিদান সেটা নিয়ে কারও সন্দেহ ছিল না।

দুই তারকা তেজেরো ও মার্টিন ওদেগার্দ ছিলেন একাদশে, দলে জায়গা হলো জেমস রদ্রিগেজের। ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে ফেরানো হলো। তাদের নিয়েই হয়েছে শুরুটা। ২১ বছরের ছেলেকে বেঞ্চে বসিয়ে রাখেন জিদান।

শাপেকোয়েনসের নিহত ফুটবলারদের স্মরণে এক মিনিটের নীরবতায় রিয়ালের শুরুটা মন্দ হয়নি। মাত্র ২২ সেকেন্ড লেগেছে লিওনেসার জাল খুঁজে পেতে। মার্কো আসেনসিওর পাস থেকে গোলমুখ খোলেন মারিয়ানো। কিছুক্ষণ পর তিনি আরেকবার লিওনেসার জাল ভেদ করলেও অফসাইডে বাতিল হয়ে যায়। তবে ২৩ মিনিটে দানিয়েল কারভাহালের ক্রস থেকে ২-০ করেন রদ্রিগেজ। বিরতির তিন মিনিট আগে ডোমিনিকান রিপাবলিকের ফরোয়ার্ড মারিয়ানো নিজের দ্বিতীয় গোল পান। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে লিওনেসা তাদের স্মরণীয় সান্ত্বনাসূচক গোলটি পায় মিডফিল্ডার ইয়েরের কল্যাণে।

বিরতির পর অভিষেক হয় জিদানপুত্র এনজোর, ইস্কোর বদলি নামেন তিনি। প্রাক-মৌসুমে কয়েকটি ম্যাচে নামা এই তরুণ নজর কাড়তে সময় নেন। ৬৩ মিনিটে নিচু একটি শটে দলের চতুর্থ গোল করেন এনজো। ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন মারিয়ানো। ডিফেন্ডার সিজার মোরগাদোর আত্মঘাতী গোলে শেষ হয় রিয়ালের গোল উৎসব।

আলিকান্তে সফরে বড় ধরনের পরিবর্তন এনেছিল বার্সেলোনাও। কিন্তু তারা সুবিধা করতে পারেনি। কষ্টার্জিত ১-১ গোলের ড্র করেছে তারা কোপা ডেল রে চতুর্থ পর্বের প্রথম লেগে। বিরতির ৭ মিনিট পর ডেভিড মেইঞ্জের গোলে পিছিয়ে পড়ে বার্সা। তবে ৫৮ মিনিটে হারকিউলিসের জাল খুঁজে পায় তারা। কার্লেস অ্যালেনা বার্সার জার্সিতে প্রথম গোল করে দলে স্বস্তি ফেরান। ২১ ডিসেম্বর তারা ন্যু ক্যাম্পে হারকিউলিসকে স্বাগত জানাবে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা