X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চেলসিতে বিধ্বস্ত ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৬, ২০:৫১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২০:৫৫

ডিয়েগো কোস্তা ও উইলিয়াম, গোল পেয়েছেন দুজনই ম্যানচেস্টার সিটি লাল কার্ড দেখা আগুয়েরো ও ফের্নান্দিনিয়োকে হারানোর আগেই অবশ্য নির্ধারণ হয়ে গিয়েছিল ইতিহাদের ম্যাচের ফল। যেখানে চেলসির কাউন্টার অ্যাটাকিং ফুটবলে খেই হারানো ম্যানসিটি বিধ্বস্ত ৩-১ গোলে।

ব্যর্থতার ষোলো কলা পূর্ণ হলো ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তের দুই লাল কার্ডে। দাভিদ লুইজকে বাজেভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখলেন সের্হিয়ো আগুয়েরো, আর ওই ফাউলের সময় হাতাহাতিতে জড়িয়ে আগুয়েরোর মতো একই পরিণতি বরণ মাঠ ছাড়েন সতীর্থ ফের্নান্দিনিয়ো। ম্যানচেস্টার সিটি দুই খেলোয়াড়কে হারানোর আগেই অবশ্য নির্ধারণ হয়ে গিয়েছিল ইতিহাদের ম্যাচের ফল। যেখানে সফরকারী চেলসির কাউন্টার অ্যাটাকিং ফুটবলে খেই হারানো ম্যানসিটি বিধ্বস্ত ৩-১ গোলে। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা সুসংহত হলো চেলসির। ১৪ ম্যাচ শেষে ব্লুদের পয়েন্ট ৩৪, সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানসিটি।

উত্তেজনাকর লড়াইয়ে প্রথমার্ধের পারফরম্যান্সে এগিয়ে ছিল ম্যানসিটি। বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে বারবার পরীক্ষা নিচ্ছিল চেলসির রক্ষণের। বিপরীতে সফরকারীরা উঠে আসছিল প্রতি আক্রমণে। যদিও সুবিধা করতে পারছিল না সুযোগ নষ্ট করায়। সের্হিয়ো আগুয়েরো যেমন নষ্ট করেছেন দুটো ভালো সুযোগ। ও দিকে চেলসিও গোল পায়নি এডেন হ্যাজার্ডের ভুলে। অবশ্য বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে এগিয়ে যায় স্বাগতিকরাই। যদিও তাতে ম্যানসিটির কৃতিত্বের চেয়ে অবদান বেশি গ্যারি কাহিলের। চেলসির এই ডিফেন্ডারের আত্মঘাতি গোলেই তো লিড নেয় সিটিজেনরা।

বিরতি থেকে ঘুরে এসেও বেশ কয়েকবার চেলসির রক্ষণের পরীক্ষা নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। তারা সফল না হলেও চেলসি ঠিকই ঘুরে দাঁড়ায় ৬০ মিনিটে, যখন ডিয়েগো কোস্তার লক্ষ্যভেদে সমতায় ফেরে সফরকারীরা। মিনিট দশেক পর তো এগিয়েই যায় চেলসির। প্রতি আক্রমণে কোস্তার পাস থেকে ডান প্রান্ত থেকে আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে দেন উইলিয়াম। পিছিয়ে পড়া স্বাগতিকরা ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে তো পারেইনি, উল্টো নির্ধারিত সময়ের শেষ মিনিটে ধাক্কা খায় এডেন হ্যাজার্ড জাল খুঁজে পেলে। এই গোলটাও ছিল প্রতি আক্রমণ থেকে। নিজেদের অর্ধ থেকে মার্কোস আলোনসোর বাড়ানো লম্বা পাস থেকে দুর্দান্ত এক গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড।

হারতে বসা এই ম্যাচের শেষ দিকে মেজাজ আর ধরে রাখতে পারেনি ম্যানসিটির খেলোয়াড়রা। সে কারণেই হয়তো আগুয়েরোর অমন পাগলাটে ফাউল আর ফের্নান্দিনিয়োর ‘শিশুসুলভ’ আচরণ। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
 ‘আমি আগের চেয়ে ভালো আছি’
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?