X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

১৬ গ্রুপে ভাগ হয়ে ৪৮ দলের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ২১:২৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২১:২৮

১৬ গ্রুপে ভাগ হয়ে ৪৮ দলের বিশ্বকাপ সামনের বছর ফিফা সভায় উঠানো প্রস্তাবনায় থাকবে বিশ্বকাপের নতুন পাঁচ ফরম্যাট। যেখানে ৪৮ দলের বিশ্বকাপ ১৬ গ্রুপে ভাগ হয়ে আয়োজনের প্রস্তাবনাও থাকছে।

ঘুষ কেলেঙ্কারিতে সেপ ব্ল্যাটার ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। নির্বাচনে জেতার পরই জানিয়েছিলেন বিশ্বকাপ ৩২ দল থেকে বাড়িয়ে ৪০ দলের করতে চান তিনি। কিছু দিন পর সংখ্যাটা আরও বাড়ানোর পরিকল্পনার কথা শুনিয়েছিলেন ইনফান্তিনো। কলম্বিয়ার এক অনুষ্ঠানে ৪৮ দলের ফুটবল মহাযজ্ঞ আয়োজনের বিষয়টি জানানোর সঙ্গে ফরম্যাটের ব্যাখ্যাও দিয়েছিলেন তিনি। যদিও এখন পর্যন্ত নির্ধারণ হয়নি কিছু। সামনের বছরের ফিফা সভায় উঠানো প্রস্তাবনায় থাকবে বিশ্বকাপের নতুন পাঁচ ফরম্যাট। যেখানে ৪৮ দলের বিশ্বকাপ ১৬ গ্রুপে ভাগ হয়ে আয়োজনের প্রস্তাবনাও থাকছে।

বিশ্বকাপে দল বেড়েছে সময়ের সঙ্গে এবং ফুটবলপ্রেমিদের কথা মাথায় রেখে। ১৯৯৮ সালে সবশেষ বেড়েছে দলের সংখ্যা। ফ্রান্সের ওই আসর থেকে ২৪ দল থেকে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ৩২ দলের। এখন আবার সংখ্যাটা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ফিফা। পরিকল্পনায় থাকা বিশ্বকাপ হতে পারে ৪৮ দলের। যেখানে ১৬ গ্রুপে থাকবে তিনটি করে দল, যারা একে অন্যের সঙ্গে খেলবে ম্যাচ। পয়েন্টের ভিত্তিতে জয়ী দুই দল নিশ্চিত করবে শেষ ৩২। যেখানে থেকে এখনকার মতো করেই হবে ৩২ দলের খেলা। এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও ৯ জানুয়ারি ফিফার সভায় উঠবে প্রস্তাবনা, সব দিক বিবেচনা করে বিশ্বকাপের দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। অবশ্য সিদ্ধান্ত যাইহোক ২০২৬ সালের বিশ্বকাপের আগে সেটা হবে না কার্যকর।

প্রস্তাবনায় আছে আরও চারটি ফরম্যাট। ৪৮ দলের বিশ্বকাপের পরিকল্পনাটাই তো আছে অন্যভাবে। ইনফান্তিনো আগেই সেটার ব্যাখ্যা দিয়েছিলেন এক অনুষ্ঠানে। তার ব্যাখ্যাটা ছিল এমন, ‘শুরুতে ৩২ দল নিয়ে হবে নকআউট পর্ব। সেখান থেকে জেতা ১৬টি দল যোগ দেবে আগেই বাছাই হওয়া ১৬ দলের সঙ্গে। এর পর ৩২ দল নিয়ে এখনকার নিয়মেই হবে বিশ্বকাপ।’ এ ছাড়া ৪০ দলের বিশ্বকাপ নিয়ে দুটো ফরম্যাটের পরিকল্পনা আছে ফিফার। একটি হলো ১০ গ্রুপে চারটি করে দলে নিয়ে, অন্যটি ৮ গ্রুপে পাঁচটি করে দল নিয়ে। পঞ্চম প্রস্তাবনায় থাকবে এখনকার ৩২ দলের টুর্নামেন্ট।

বিশ্বকাপ নিয়ে ফিফার পাঁচ ফরম্যাট :

  • ৪৮ দল ১৬ গ্রুপে ভাগ হবে। প্রত্যেক গ্রুপে থাকা তিনটি দল খেলবে একে অন্যের সঙ্গে। পয়েন্টের ভিত্তিতে প্রথম ও দ্বিতীয় স্থানে দল নিশ্চিত করবে শেষ ৩২।
  • ৪৮ দলের বিশ্বকাপের আরেকটি পরিকল্পনাটা হলো শুরুতে ৩২ দল নিয়ে হবে নকআউট পর্ব। সেখান থেকে জেতা ১৬টি দল যোগ দেবে আগেই বাছাই হওয়া ১৬ দলের সঙ্গে। এর পর ৩২ দল নিয়ে এখনকার নিয়মেই হবে বিশ্বকাপ।
  • ৪০ দল ১০ গ্রুপে ভাগ হবে খেলবে, যেখানে প্রত্যেক গ্রুপে থাকবে চারটি করে দল।
  • ৪০ দল ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে, যেখানে প্রত্যেক গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
  • এখনকার নিয়মে ৩২ দল নিয়েই বিশ্বকাপ।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!