X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৪০ ম্যাচ পর হারল রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ০৪:১৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৪:৫৯

জোভেতিচের গোলে নাটকীয়ভাবে হারল রিয়াল দুইদিন আগেই সেভিয়ার মাঠে খেলে এসেছিল রিয়াল মাদ্রিদ। ৩-৩ গোলের ড্রয়ে গড়েছিল স্প্যানিশ ফুটবলে অপরাজিত থাকার নতুন রেকর্ড। অপরাজিত থাকার রেকর্ডে বার্সেলোনাকে টপকে যায় তারা। কিন্তু এই মাঠেই যে ভুলে যাওয়া হারের লজ্জা পেতে হবে সেটা হয়তো রিয়ালের কল্পনাতে ছিল না। ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর হারতে হলো জিনেদিন জিদানের শিষ্যদের। রবিবার লা লিগায় ২-১ গোলে সেভিয়ার কাছে পুরো তিন পয়েন্ট হারিয়েছে তারা।

গত বৃহস্পতিবার সেভিয়ার মাঠে কোপা দেল রেতে ৩-৩ গোলে ড্র করে মাইলফলক স্পর্শ করেছিল রিয়াল। দ্বিতীয় লেগের ওই ড্রয়ে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করে তারা। তবে শীর্ষ লিগের লড়াইয়ে হেরেই গেল রিয়াল। এ হারে হোর্হে সাম্পাওলির দলের চেয়ে এক পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকল তারা, যদিও হাতে এক ম্যাচ আছে।

ঘড়ির কাঁটা যখন ৬৬ মিনিট তখনও দুই দলের দিকেই ছিল ম্যাচ। কিন্তু সেভিয়া পরের মিনিটেই সুযোগ করে দিল রিয়ালকে। ডিবক্সে দানি কারভাহালকে ফাউল করেন স্বাগতিক গোলরক্ষক সের্হিয়ো রিকো। তাকে ভুলপথে পরিচালিত করে পেনাল্টি থেকে ১-০ করেন ক্রিস্তিয়ানো রোনালদো। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে রিয়াল গোল উপহার দেয় সেভিয়াকে। ৮৪ মিনিটে সের্হিয়ো রামোসের হেড আত্মঘাতী গোল হয়ে রিয়ালের জালে ঢোকে। টানটান উত্তেজনা ফিরে আসে ম্যাচে।

রিয়ালের দুর্ভাগ্য। একেবারে শেষ মুহূর্তে আরেকটি গোল হজম করে তারা। ইনজুরি সময়ে স্টিভেন জোভেতিচের দুরন্ত গতির শট রিয়ালের গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করে। তখন রামোন সানচেজ পিজুয়ানে শুরু হয়ে গেছে বাধভাঙা উল্লাস।
১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ১৮ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট সেভিয়ার, আর বার্সেলোনার ৩৮।

অবশ্য রিয়াল ম্যাচ হারলেও রোনালদোর প্রাপ্তি আছে। দলকে এগিয়ে দেওয়া তার পেনাল্টি গোলটি রেকর্ড স্পর্শ করেছে। লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোলের আসনে যুগ্মভাবে শীর্ষে বসেছেন পর্তুগিজ তারকা। স্পট কিক থেকে ৫৬তম গোল করে হুগো সানচেজের পাশে রোনালদো।/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
এবার পাথিরানাকে হারালো চেন্নাই
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?