X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আর্সেনালকে টানা হারের কষ্ট দিল চেলসি

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০০:০২

হ্যাজার্ডকে ঘিরে সতীর্থদের উল্লাস প্রিমিয়ার লিগে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থানে নিজেদের জায়গা আরও শক্ত করল চেলসি। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট তাদের। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট পিছিয়ে।

শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে গানারদের স্বাগত জানায় চেলসি। শুরুটা হতে পারত সফরকারীদের। দ্বিতীয় মিনিটে অ্যালেক্স আইওবির শট গোলবারের কিছুটা পাশ দিয়ে চলে গেলে সুযোগবঞ্চিত হয় আর্সেনাল।

১১ মিনিটে প্রথম সুযোগ পায় চেলসি। পেদ্রোর ফ্রিকিক থেকে গ্যারি কেহিলের হেড ক্রসবারের সামান্য উপর দিয়ে উড়ে যায়। অবশ্য এভাবে বঞ্চিত হওয়ার দুই মিনিট পরই গোলমুখ খোলে ব্লুরা। ডিয়েগো কস্তার বুলেটগতির হেড ক্রসবারে লেগে ফিরে এলে মাথার আলতো ছোঁয়ায় বল জালে ঠেলে দেন মার্কোস আলোনসো।

তখন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় চেলসির হাতে। ৩২ মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে তারা। বক্সের মধ্যে পেদ্রোকে খুঁজে পান আলোনসো, কিন্তু স্প্যানিশ তারকার শটটি রুখে দেন সফরকারী গোলরক্ষক পিওতর চেক।

প্রথমার্ধের শেষদিকে উন্নতির লক্ষণ দেখায় আর্সেনাল। গ্যাব্রিয়েলের সৌজন্যে সমতা ফেরাতে পারত তারা। কিন্তু আবারও ব্যর্থ তারা। বিরতিতে যাওয়ার একেবারে শেষ মুহূর্তে আর্সেনালের তারকা মেসুত ওজিলকে সহজে ঠেকান চেলসির গোলরক্ষক থাইবত কোর্তোয়া।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। ফিরে এসে ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি তারা। ইডেন হ্যাজার্ডের একক নৈপুণ্যে ৫৩ মিনিটে ২-০ করে ব্লুরা।

ম্যাচে ফিরতে বদলি হিসেবে অলিভার জিরুদ ও ড্যানি ওয়েলব্যাককে মাঠে নামায় আর্সেনাল। কিন্তু তারা সুবিধা করতে পারেননি। অবশ্য ৭৭ মিনিটে ওয়েলব্যাকের একটি হেড আশা জাগালেও কোর্তোয়া চমৎকারভাবে গোলপোস্টের উপর দিয়ে বাইরে পাঠান।

গানারদের সুযোগবঞ্চিত হওয়ার দিনে চেলসি ব্যবধানটা আরও বাড়িয়ে নেয়। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন এবার সেস ফেব্রিগাস।

ইনজুরি সময়ে নাচো মনরিয়েলের ক্রস থেকে সান্ত্বনাসূচক গোল করেন জিরুদ।

এনিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচ হারল আর্সেনাল। ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনেই থাকল তারা। আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের চোখ রাঙাচ্ছে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে পিছিয়ে থাকা ম্যানসিটি। গানারদের সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে টটেনহ্যাম হটস্পার। শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমাতে তারা স্বাগত জানাবে মিডলসব্রোকে।

নতুন বছরে কাঙ্ক্ষিত জয়ের দেখা এবারও পেল না লিভারপুল। তারা ২-০ গোলে হেরেছে অবনমন অঞ্চলে থাকা হাল সিটির কাছে। ২৪ ম্যাচে তাদের অর্জন ৪৬ পয়েন্ট। সূত্র- গোলডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
বৃষ্টির প্রার্থনায় নামাজ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই