X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তোরেস

স্পোর্টস ডেস্ক
০৩ মার্চ ২০১৭, ১০:২৮আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১০:৩২

মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে গেলেন তোরেস বৃহস্পতিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লা লিগার ম্যাচে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফার্নান্দো তোরেস। তবে মৃত্যুঞ্জয়ী হয়ে আবার সুস্থ হয়ে উঠলেন অ্যাতলেতিকো মাদ্রিদের এ স্প্যানিশ তারকা।
ম্যাচের ঘড়ির কাঁটা তখন ৮৪’র ঘরে। দেপোর্তিভো লা করুনার গ্যালারি থমকে গিয়েছিল কিছুক্ষণ। মাঠে নিথর পড়ে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের তারকা ফার্নান্দো তোরেস। বল থামানোর জন্য লাফ দিতে গিয়ে স্বাগতিকদের অ্যালেক্স বারগান্তিনোসের ধাক্কা লেগে পড়ে যান স্প্যানিশ ফরোয়ার্ড। দুই দলের খেলোয়াড়রাই ছুটে এলেন তাৎক্ষণিকভাবে তার জ্ঞাণ ফেরাতে। কিন্তু মাঠে আসতে হলো চিকিৎসক বাহিনীকে। পাঁচ মিনিট পর তাকে মাঠ ছাড়তে হলো স্ট্রেচারে করে। অ্যাম্বুলেন্সে করে তখনই নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। জানা গেল, মৃত্যুর কাছাকাছি গিয়েছিলেন তিনি।

তোরেসের জ্ঞাণ ফেরানোর চেষ্টা করছেন ক্লাব সতীর্থরা সর্বশেষ খবর- মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন লিভারপুলের সাবেক তারকা। ভক্তদের উদ্দেশ্যে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন তিনি, ‘আমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করেছেন আপনারা। ধন্যবাদ আমার সুস্থতার জন্য আপনারা প্রার্থণা করেছেন। এটা ছিল ভীতিকর অভিজ্ঞতা। আশা করি দ্রুত ফিরতে পারব আপনাদের মাঝে।’

হাসপাতালের চিকিৎসকরা সিটি স্ক্যান শেষে মাথায় বা ঘাঁড়ে কোনও ধরনের খারাপ আঘাত খুঁজে পাননি। অ্যাতলেতিকোও বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে, ‘ফার্নান্দো তোরেস মাথায় ভয়ঙ্কর আঘাত পেয়েছিলেন আজ। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল পরীক্ষার জন্য। আমাদের খেলোয়াড় এখন স্থিতিশীল। ভালো খবর হচ্ছে সিটি স্ক্যানে আঘাতটা খুব বেশি গুরুতর ধরা পড়েনি।

ওই ঘটনার ২০ মিনিট আগে কেভিন গামেইরোর বদলি মাঠে নামেন তোরেস। এর আগে ১৩ মিনিটের গোলে ১-০ তে এগিয়ে যায় দেপোর্তিভো। বিরতির পর আতোয়ান গ্রিজমান সমতায় ফেরান অ্যাতলেতিকোকে। এতে লা লিগার পয়েন্ট টেবিলে চার নম্বর জায়গা ধরে রাখতে পেরেছে তারা। সূত্র- ইএসপিএনএফসি, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী