X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার ডার্বিতে গোল করতে পারেনি কেউ

স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০১৭, ১১:৫৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১২:০৬

আগুয়েরোকে ঢুঁশ মেরে লাল কার্ড দেখেন ফেলাইনি ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগের এ মৌসুমে আগের দেখায় ম্যানচেস্টার সিটি হারিয়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। এবার সেই শোধ তোলার অপেক্ষায় নগরপ্রতিদ্বন্দ্বীর মাঠে নেমেছিল হোসে মরিনহোর শিষ্যরা। কিন্তু আশা পূরণ করতে পারেনি ম্যানইউ। ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের দ্বিতীয় ম্যানচেস্টার ডার্বি হয়েছে গোলশূন্য ড্র।

বৃহস্পতিবার রাতে কোনও দল গোলমুখ খুলতে পারেনি। মানে প্রিমিয়ার লিগ টেবিলে চার নম্বরেই থাকল সিটিজেনরা। ইউনাইটেডের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে এক ধাপ উপরে তারা।

৯ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল ম্যানসিটি। কেভিন ডি ব্রুইন ডানপ্রান্ত থেকে বল পাঠান সের্হিয়ো আগুয়েরোর কাছে। আর্জেন্টাইন তারকার বাধা হয় মাত্র কয়েক গজ দূরে থাকা গোলপোস্ট।

২৫ মিনিটে ক্লাউদিও ব্রাভো গোল উপহার দিয়েই দিয়েছিলেন ইউনাইটেডকে। অ্যান্থনি মার্শালের ক্রস তার হাত ফসকে সামনে চলে যায়, সিটি গোলরক্ষক অবশ্য হেনরিখ মিখিতারিয়ানের পরের চেষ্টা রুখে দেন দারুণভাবে।

আধঘণ্টা পর আরেকবার সিটির গোলমুখ খোলার সুযোগ পান আগুয়েরো। এবার তার স্ট্রাইক প্রতিহত করেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। কয়েক মিনিট পর আবার আর্জেন্টাইন তারকা বল পেয়ে যান ম্যানইউর গোলমুখের সামনে, এবার তার শট চলে যায় বারের উপর দিয়ে।

সিটিজেনরা তাদের দাপট আস্তে আস্তে বাড়াতে থাকে। আলেক্সান্দার কোলারভের শট ৩৬ মিনিটে রুখে দেন ডি গিয়া। রহিম স্টারলিংয়ের প্রচেষ্টাও ব্যর্থ হয়। তবে ইউনাইটেড সুবর্ণ সুযোগ পেয়ে যায় বিরতির কিছুক্ষণ আগে। মার্কুস রাশফোর্ডের ফ্রিকিক খুঁজে পায় অ্যান্ডার হেরেরাকে। ম্যানইউ মিডফিল্ডারের হেড জালের দিকে ছোটেনি।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখাতে থাকে সিটি। স্টারলিং ও আগুয়েরো সুযোগ তৈরি করেছিলেন, তাদের ব্যর্থ করেন ডি গিয়া। বক্সের প্রান্ত থেকে ডি ব্রুইনের নিচু ড্রাইভ জালের পাশ দিয়ে চলে যায় এবং কয়েক মুহূর্ত পর আগুয়েরোর আরেকটি শট গোলবারের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।

৬৭ মিনিটে ম্যানচেস্টার সিটি আরেকবার সুযোগ নষ্ট করে, নিকোলাস ওটামেন্ডির হেড গোলবারের উপর দিয়ে চলে যায়। এত এত সুযোগ পেয়েও ইউনাইটেডের রক্ষণ ভাঙতে পারেনি গার্দিওলার দল। শেষ মুহূর্তেও তাদের আক্রমণ সফল হয়নি।

তবে ম্যানইউর জন্য হতাশার খবর, তাদের তারকা মারোনে ফেলাইনি লাল কার্ড দেখেছেন। পাঁচ মিনিট বাকি থাকতে আগুয়েরোকে ঢুঁশ মারায় তাকে মাঠের বাইরে পাঠান রেফারি। সূত্র- গোলডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল