X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মোহামেডানকে হারাল চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৭, ২১:২৪আপডেট : ১৪ মে ২০১৭, ২১:২৪

মোহামেডান (সাদা-কালো জার্সি) ও চট্টগ্রাম আবাহনীর বল দখলের লড়াই ফেডারেশন কাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতেছে চট্টগ্রাম আবাহনী। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রথমার্ধে প্রভাব বিস্তার করে খেললেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত ‘সি’ গ্রুপে প্রথম ম্যাচে ২-১ গোলে জিতেছে চট্টগ্রামের ক্লাবটি।

দুই অর্ধে তিনটি গোল হয়েছিল, যেখানে এগিয়ে থেকেছে চট্টগ্রাম আবাহনী। প্রথমার্ধে মোহামেডানের উপর প্রভাব বিস্তার করে খেলে তারা। তবে দ্বিতীয়ার্ধে তাদের উপর আধিপত্য করে মোহামেডান। শেষ পর্যন্ত হাসি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে চট্টগ্রাম আবাহনী। এ জয়ে শেষ আটে যাওয়ার দৌড়ে এগিয়ে থাকল সাইফুল বারী টিটুর শিষ্যরা। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে সায়েদ নাইমুদ্দিনের শিষ্যদের শেষ ম্যাচে জয় পেতেই হবে। মঙ্গলবার মোহামেডানের প্রতিপক্ষ গতবারের রানারআপ আরামবাগ ক্রীড়া সংঘ।

রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের শুরুতে বেশ অগোছালো ফুটবল খেলে মোহামেডান। এজন্য তাদের উপর সহজে চাপ তৈরি করে খেলে চট্টগ্রাম আবাহনী। মুহুর্মুহু আক্রমণ করতে থাকে তারা। অবশ্য গোলের সুযোগ তারা খুব বেশি তৈরি করতে পারেনি, গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে আধঘণ্টা পর্যন্ত।

চট্টলার দলটি প্রথম গোলের দেখা পায় ৩৫ মিনিটে। মাঝ মাঠ থেকে বল পান আফিজ ওলাওয়ালে ওলাদিপো, সেখান থেকে তিনি একাই বল টেনে নিয়ে যান ডি বক্স পর্যন্ত। এর পর চোখধাঁধানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। তার গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় মাসুক মিয়া জনির দল।

বিরতির পর চট্টগ্রাম আবাহনী ব্যবধান দ্বিগুণ করে ৫৬ মিনিটে। দ্বিতীয় গোলে নাম লিখেন কৌশিক বারোয়া।

দুই গোলে পিছিয়ে যাওয়ার পর আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। বেশ কিছু সুযোগ তৈরিও হয়। ৭৪ মিনিটের সময় মোহামেডানের তকলিস আহমেদ গোল করে ম্যাচে উত্তেজনা ফেরান। পরে আরও কয়েকটি সুযোগ পায় সাদা-কালো শিবির। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় মোহামেডানকে। সূত্র- বাফুফে

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি