X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শুধু ডোস্টই পারেন মেসিকে আটকাতে!

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৭, ১৯:১৮আপডেট : ১৬ মে ২০১৭, ১৯:১৮

ইউরোপিয়ান ‘গোল্ডেন শু’র দৌড়ে মেসির প্রতিদ্বন্দ্বী ডোস্ট চলছে লিগ শিরোপার লড়াই। ইউরোপের অনেক লিগ পেয়ে গেছে নতুন চ্যাম্পিয়ন, কোনও লিগ আবার রোমাঞ্চকর শেষের অপেক্ষায়। ইংল্যান্ড-জার্মানিতে যেমন হয়েছে গেছে শিরোপার নিষ্পত্তি। স্পেন-ইতালিতে অবশ্য এখনও মেলেনি অঙ্ক। দলীয় হিসাবের সঙ্গে মেলানো হচ্ছে ব্যক্তিগত পারফরম্যান্সের হিসাবও। ইউরোপিয়ান ‘গোল্ডেন শু’ কার হাতে উঠতে যাচ্ছে, মৌসুমের শেষ অংশে সেই উত্তেজনা অবশ্য ছড়াচ্ছে না খুব বেশি। লিওনেল মেসি যে পরিষ্কার ফেভারিট। এখনও চূড়ান্ত হয়নি বলেই তার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে আছেন বাস ডোস্ট। আর্জেন্টাইন ফরোয়ার্ডের চতুর্থবার পুরস্কারটি পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন কেবল ডাচ এই স্ট্রাইকারই।

উলফসবুর্গে শেষ দুই মৌসুমে গোলের বৃষ্টি ঝরিয়ে ডোস্ট এখন খেলছেন পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবনের জার্সিতে। নতুন ক্লাবে তিনি যেন হয়েছেন আরও ধারালো। পর্তুগিজ লিগে ২৯ ম্যাচে করেছেন ৩১ গোল। ইউরোপের শীর্ষ যে পাঁচ লিগ, তার হিসাবে ২০১৬-১৭ মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোল এই ডাচ স্ট্রাইকারের। শীর্ষে থাকা মেসির চেয়ে পিছিয়ে আছেন ৪ গোলে। বাকি থাকা এক ম্যাচে চারবার লক্ষ্যভেদ করতে পারলেই মেসিকে ধরে ফেলবেন ডোস্ট, আর ৫ গোল পেলে এককভাবে জিতে নেবেন এবারের মৌসুমের ইউরোপিয়ান ‘গোল্ডেন শু’।

এ তো গেল ডোস্টের হিসাব। এবার আসুন মেসির দিকে। লা লিগায় বার্সেলোনার বাকি আছে আর এক ম্যাচ। এইবারের বিপক্ষে ঘরের মাঠের সেই ম্যাচে নিঃসন্দেহে খেলবেন আর্জেন্টাইন তারকা। লিগ শিরোপা নিষ্পত্তি হয়নি বলে ওই ম্যাচে যে মেসি প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলবেন, সে বিষয়েও কোনও সন্দেহ নেই। তাতে আরও দুই-এক গোল নামের পাশে যোগ হওয়াটাও অস্বাভাবিক নয়। তাছাড়া লা পালমাসের বিপক্ষে সবশেষ ম্যাচে গোল পাননি বলে এইবারের বিপক্ষে তেকাঠির দিকে আরও মুখিয়ে থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

৩৩ ম্যাচে ৩৫ গোল করা মেসি এবার পুরস্কারটি জিতলে ধরে ফেলবেন রোনালদোকে। পতুর্গিজ যুবরাজ ‘গোল্ডেন শু’ জিতেছেন চারবার।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা পান পুরস্কারটি। তাই মেসির সমান ৩৫ গোল করেও তালিকার অনেক নিচে প্যারিস সেন্ত জার্মেইয়ের এদিনসন কাভানি। উয়েফা র‌্যাংকিংয়ে পিএসজি ‘বি’ ক্যাটাগরির হওয়ায় তার ১ গোলের পয়েন্ট ১.৫। যেখানে শীর্ষ পাঁচ লিগ-লা লিগা, সিরি ‘এ’, প্রিমিয়ার লিগ, ‍বুন্দেসলিগা ও পর্তুগিজ লিগে প্রত্যেক গোলের জন্য পয়েন্ট ২। মেইল

‘গোল্ডেন শু’র দৌড়ে সেরা পাঁচ :

খেলোয়াড়

ক্লাব

গোল

গোল প্রতি নম্বর

পয়েন্ট

লিওনেল মেসি

বার্সেলোনা

৩৫

৭০

বাস ডোস্ট

স্পোর্তিং লিসবন

৩১

৬২

রবার্ত লেভানদোস্কি

বায়ার্ন মিউনিখ

৩০

৬০

পিয়েরে-এমেরিক অবামেয়াং

বরুশিয়া ডর্টমুন্ড

২৯

৫৮

এডেন জেকো

রোমা

২৭

৫৪

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
যশের ছবিটি ছেড়ে দিলেন কারিনা!
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
গাম্বিয়ার কৃষি খাতে বাংলাদেশের জনশক্তি রফতানির বিষয়ে আলোচনা
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে