X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘টাকার জন্য হলে আমি অন্য ক্লাবে থাকতাম’

স্পোর্টস ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ২০:২৭আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ২২:০৯

পিএসজির জার্সি হাতে নেইমার ‘বার্সেলোনায় আমি সুখে আছি’- কথাটা যে কতবার বলেছেন নেইমার। এই সুখী জীবন থেকেই গত বছরের অক্টোবরে ৫ বছরের নতুন চুক্তি করেন কাতালান ক্লাবটির সঙ্গে। কে জানতো সুখের সময়টা ৯ মাসও পেরোবে না! ৫ বছরের লম্বা চুক্তিতে ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকার কথা থাকলেও ২০১৭ সালের আগস্টেই বিদায় বলে দিলেন বার্সেলোনাকে। কিন্তু কেন? কারণ হিসেবে অনেক কথাই শোনা যাচ্ছে বাতাসে, যার মধ্যে অন্যতম টাকা। প্যারিস সেন্ত জার্মেইয়ের লোভনীয় বেতনের প্রস্তাব বার্সেলোনা ছাড়তে নেইমারকে প্রভাবিত করেছে বলে খবর ইউরোপিয়ান মিডিয়ার। যদিও কথাটা পুরোপুরি অস্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকা।

তাহলে? নেইমার অবশ্য বৃহস্পতিবারই নিশ্চিত করেছিলেন, পিএসজির ‘উচ্চাকাঙ্ক্ষা’ তাকে টেনে এনেছে ফরাসি ক্লাবটিতে। শুক্রবার সংবাদমাধ্যমের সামনে পিএসজি খেলোয়াড় হিসেবে পরিচয় পর্বেও একই কথা শুনিয়েছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। সঙ্গে এটাও জানিয়ে রেখেছেন, শুধু টাকার জন্য হলে অন্য ক্লাবে থাকতেন তিনি।

২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়ে বছরে নেইমার আয় করবেন ৪৫ মিলিয়ন ইউরো। সবমিলিয়ে নেইমারের পেছনে পিএসজির প্রায় ৪৫০ মিলিয়ন ইউরো খরচ হবে বলে দাবি ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র। চুক্তিতে বেতনের সঙ্গে আরও অনেক কিছু তোলা আছে নেইমারের জন্য। চুক্তি স্বাক্ষরের পরই ৪০ মিলিয়ন ইউরো বোনাস, প্রাইভেট জেট ও পিএসজির মালিকানা গ্রুপের হোটেলের লভ্যাংশ পাবেন ব্রাজিলিয়ান তারকা। লোভনীয় এই প্রস্তাবেই কি ফরাসি ক্লাবে যোগ দেওয়া, প্রশ্নটা এসেই গেল সংবাদ সম্মেলনে। প্রস্তুত হয়েই ছিলেন নেইমার, জবাবটা হলো তাই গোছানো, ‘এ ধরনের মানুষজনকে আমি আর কী বলব, তারা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুই জানে না। টাকা কখনোই আমাকে প্ররোচিত করতে পারেনি।’

যারা ভাবছেন টাকার জন্য তিনি যোগ দিয়েছেন পিএসজিতে, তাদের জন্য একটা বাণীও দিয়ে রেখেছেন নেইমার, ‘যদি টাকার পিছে ছুটতাম, তাহলে আমি অন্য কোথাও থাকতাম; অন্য কোনও দেশের অন্য কোনও ক্লাবে। সত্যি কষ্ট পেয়েছি মানুষের এমন ভাবনা দেখে। তবে আমি খুশি পিএসজি আমার ওপর আস্থা রেখেছে বলে।’

আস্থার ঝলকও খানিকটা দেখিয়েছেন ফরাসি ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফি। তিনি সমর্থন দিয়েছেন নেইমারকে, ‘আমাদের এই প্রকল্পটা পছন্দ হয়েছে বলেই নেইমার এসেছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমরা যে টাকা দিচ্ছি, তার চেয়ে অনেক বেশি টাকা ও পেতে পারতো।’ বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?