X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কখনও এমন লাগেনি পিকের

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০১৭, ১৯:৪১আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৯:৪৩

জেরার্দ পিকে সান্তিয়াগো বার্নাব্যুতেই যেন বার্সেলোনা বেশি দাপুটে। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ শাসন করে এসেছে তারা। ২০১৫ সালের লা লিগার কথাটাই ধরুন না, চিরপ্রতিদ্বন্দ্বীদের তাদেরই মাঠে হারিয়ে এসেছিল ৪-০ গোলে। আবার যদি হারের প্রসঙ্গ আসে, সেখানেও বার্সেলোনা লড়াই করেছে শেষ পর্যন্ত। কিন্তু স্প্যানিশ সুপার কাপে এবারের মাদ্রিদ অভিযানটা কাতালানদের হয়েছে একেবারে যাচ্ছেতাই। জেরার্দ পিকেও বুঝতে পেরেছেন রিয়ালের আগুনে ফুটবলের তাপ। ‘এল ক্লাসিকো’তে প্রথমবার মাদ্রিদে গিয়ে ‘অসহায়’ মনে হয়েছে তার নিজেদের।

ন্যু ক্যাম্পে প্রথম লেগ ৩-১ গোলে হেরেছিল বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের আশা আসলে তখনই একরকম শেষ হয়ে গিয়েছিল তাদের। কিন্তু ‘এল ক্লাসিকো’তে কে-ই বা কোন দিন হারের আগে হেরেছে! বার্সেলোনা তাই ঘুরে দাঁড়ানোর শপথ নিয়ে নামে বার্নাব্যুতে। কিন্তু ২-০ গোলের জয়ের সঙ্গে ৫-১ অগ্রগামিতায় মৌসুমের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে রিয়াল। স্বাগতিকদের দাপুটে ফুটবলে জয়ের কোনও সম্ভাবনাই তৈরি করতে পারেনি বার্সেলোনা। তাই নিজেদের দুর্বলতা স্বীকার করে নিয়েছেন পিকে।

৯ বছর হলো তার অভিষেক হয়েছে বার্সেলোনার মূল দলে। মাদ্রিদের এসে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ, তবে কখনও এমন অনুভব হয়নি তার। হারের পর পিকে বলেছেন, ‘মৌসুমে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। অনেক উন্নতি করতে হবে পারফরম্যান্সের। তবে বার্সেলোনায় কাটানো ৯ বছরে প্রথমবার আমার মনে হয়েছে, মাদ্রিদে আমরা পিছিয়ে আছি।’ সঙ্গে যোগ করলেন, ‘এটা সত্য ওরা চ্যাম্পিয়নস লিগ জিতেছে গত মৌসুমে, তবে এখানে এসেছে আমাদের জিতে যাওয়ার ঘটনা কিন্তু খুব আগের নয়।’

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সম্পর্ক কোনও কালেই ছিল না বন্ধুত্বপূর্ণ। সেখানে পিকের সঙ্গে রিয়ালের সম্পর্কটা খারাপ আরও বেশি। সেই তিনিই কিনা এবার মেনে নিচ্ছেন রিয়ালের শ্রেষ্ঠত্ব, ‘দল কিংবা ক্লাব হিসেবে এই মুহূর্তে আমরা ভালো জায়গায় নেই। এখন আমাদের উন্নতি করতে হবে, সঙ্গে মেনে নিতে হবে মাদ্রিদ আমাদের চেয়ে ভালো ছিল।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি