X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আলোনসোর জোড়া গোলে জিতলো চেলসি

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ২২:৫৫আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২৩:০৬

দ্বিতীয় গোলের পর আলোনসোর উদযাপন বার্নলির বিপক্ষে ৩-২ গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করেছিল চেলসি। রবিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও বেশ কয়েকবার পিছিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল তারা। শেষ পর্যন্ত মার্কোস আলোনসোর জোড়া গোলে ২-১ এ জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে চেলসির আক্রমণভাগে উইলিয়ান ও আলভারো মোরাতাকে সঙ্গ দিতে নিষেধাজ্ঞা থেকে ফিরেছিলেন ভিক্টর মোসেস। কিন্তু নিষেধাজ্ঞার কারণে তারা পায়নি অধিনায়ক গ্যারি ক্যাহিলকে, একই কারণে ছিলেন না সেস ফেব্রিগাস। ইনজুরির কারণে খেলতে পারেননি ইডেন হ্যাজার্ড। তাদের শূন্যতা কিছুটা হলেও ছিল মাঠে।

যার প্রমাণ তাদের রক্ষণ ভেঙে বেশ কয়েকবার লক্ষ্যে আক্রমণ চালায় টটেনহ্যাম। হ্যারি কেন, ক্রিস্টেনসেন এরিকসেন ও মোসা ডেম্বেলে খুব কাছে গিয়ে ব্যর্থ হয়েছেন। বরং কম সুযোগ পাওয়া চেলসি এগিয়ে যায় ম্যাচের ঘড়ি আধা ঘণ্টা না যেতেই। তাই প্রথমার্ধ হতাশায় কেটেছে মরিসিও পচেত্তিনোর শিষ্যদের।

অবশ্য প্রথম ‍সুযোগ পায় চেলসি। ৫ মিনিটে আজপিলিকুয়েতার ক্রসে হেড করেছিলেন মোরাতা, কিন্তু তার শট গোলবারের পাশ দিয়ে চলে যায়। এর পর মুহুর্মূহু আক্রমণের পসরা সাজিয়েছিল টটেনহ্যাম। ১০ মিনিটে কেনকে থামান চেলসির গোলরক্ষক থাইবত কোর্তোয়া। ৫ মিনিট পর এরিকসেন ঠিকভাবে বল নিয়ন্ত্রণ নিতে না পেরে উড়ে মারেন গোলপোস্টের উপর দিয়ে। ডেম্বেলের ১৯ মিনিটে নেওয়া বাঁপায়ের শট কোর্তোয়া পাঠিয়ে দেন বাইরে। ম্যাচে ওটা ছিল টটেনহ্যামের এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু পারেনি তারা।

উল্টো ২৪ মিনিটে চোখ ধাঁধানো এক ফ্রিকিকে চেলসিকে এগিয়ে দেন মার্কোস আলোনসো। স্প্যানিশ লেফট-ব্যাকের বাঁকানো শট হুগো লরিসকে বোকা বানিয়ে জালে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর কেনের শট পা দিয়ে ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক। ৪৩ ও ৪৪ মিনিটে ভিক্টর ওয়ানিয়ামা ও কেন আবার পরাহত হন কোর্তোয়ার কাছে। ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে চেলসি।

দ্বিতীয়ার্ধেও প্রথম সুযোগ পায় টটেনহ্যাম। এরিকসেনের পাস থেকে কেন জোরালো শট নেন, এবার তাকে ঠেকান চেলসির ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। এর পর স্বাগতিকরা আর তেমন সুযোগ পায়নি। বরং মোরাতা, মোসেস ও উইলিয়ান অল্পের জন্য সুযোগ হাতছাড়া করেন। কিন্তু ৮২ মিনিটে মিচি বাতসুয়াইয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে টটেনহ্যাম।

তবে আশা হারায়নি চেলসি। যার ফল পেয়েছে শেষ মুহূর্তে। ৮৮ মিনিটে ডিবক্সে পেদ্রোর বাড়িয়ে দেওয়া বলে বাঁপায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আলোনসো। স্প্যানিশ লেফট-ব্যাকের জোড়া গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়নরা।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ