X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

‘মেসি বিস্ময়কর’

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫০

‘মেসি বিস্ময়কর’ প্রতিপক্ষ দলের কোচ যেখানে তার জাদুকরী পারফরম্যান্সে মুগ্ধ হন প্রতিনিয়ত, সেখানে নিজের দলের কোচ প্রশংসায় মুখে ফেনা তুলবেন, সেটাই তো স্বাভাবিক। লিওনেল মেসিকে নিয়ে এতদিন দেখে আসা দৃশ্যটা আবারও সামনে আনলেন বার্সেলোনার নতুন কোচ এরনেস্তো ভালভারদে। মঙ্গলবার রাতে এইবারের বিপক্ষে কাতালানদের পাওয়া ৬-১ গোলের জয়ের পথে মেসির লক্ষ্যভেদ চারবার। ম্যাচ শেষে আর্জেন্টাইন খুদে জাদুকরকে নিয়ে ভালভারদে শুধু এতটুকুই বললেন, ‘মেসি বিস্ময়কর’।

লা লিগার ৫ ম্যাচে মেসির গোল ৯। মৌসুমের প্রথম ম্যাচের পর গেতাফের বিপক্ষে আগের ম্যাচে লক্ষ্যভেদ করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। এর মানে ৩ ম্যাচে মেসির লক্ষ্যভেদ ৯টি। নতুন মৌসুমে মেসি যেন আরও ভয়ঙ্কর। সেটা সবচেয়ে বেশি টের পেল এইবার। ন্যু ক্যাম্পে সফরকারী দলের জালে চারবার বল জড়িয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। হতে পারতো আরও অন্তত দুটি। এইবারের গোলরক্ষকের অতিমানবীয় সেভে হয়নি তা।

গোটা ম্যাচেই মেসি ছড়িয়েছেন আলো। দলের সেরা খেলোয়াড়ের ফর্মে থাকাটা কোচের জন্য সবচেয়ে স্বস্তির বিষয়। ভারভারদের নির্ভার থাকাটা তাই স্বাভাবিক। অ্যাথলেতিক বিলবাওয়ের কোচ থাকার সময়ও তিনি প্রশংসায় ভাসাতেন মেসিকে। এখন শিষ্য হিসেবে পেয়ে প্রশংসার ভাষাই হারিয়ে ফেলেছেন! ন্যু ক্যাম্পের ম্যাচের পরই যেমনটা হলো, ‘ফুটবল মাঠে আমার দেখা সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় ও (মেসি)। আপনি বুঝতেই পারবেন না, এটা কী করে সম্ভব, অথচ ও করে দেখাবে। ও বিস্ময়কর। ওই সম্পর্কে বলার মতো ভাষা নেই আমার কাছে।’

মেসির সঙ্গে বার্সেলোনার বাকি দুটি গোল করেছেন পাউলিনিয়ো ও দেনিস সুয়ারেস। টানা দ্বিতীয় ম্যাচে লক্ষ্যভেদ করলেন তারা। ভারভারদে প্রশংসা করেছেন তাদেরও। একই সঙ্গে প্রতিপক্ষ এইবারের খেলারও প্রশংসা করেছেন তিনি, ‘এইবার সাহসী দল। ম্যাচের স্কোর দেখলে হয়তো মনে হবে আমরা কত সহজে জিতেছি, যদিও তেমনটা নয়। আমাদের কাজ করে তুলেছিল তারা।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার