X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘রিয়াল মাদ্রিদ রোনালদো-নির্ভর দল নয়’

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৭, ১৬:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২০:২১

ক্রিস্তিয়ানো রোনালদো লা লিগার এবারের মৌসুমে ঠিক চেনা যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদোকে। ২০১৭-১৮ মৌসুমের লিগ মিশনে লক্ষ্যভেদ করতে পেরেছেন যে মোটে একবার! যদিও গেতাফের বিপক্ষে ওই গোলটাই রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট। লা লিগায় গোলের খাতা খুলে চ্যাম্পিয়নস লিগে নামতে যাচ্ছেন এবার তিনি টটেনহামের বিপক্ষে। লিগে ফর্মে না থাকলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় আছেন চেনা ছন্দে। প্রতিপক্ষ দলের কোচ মাউরিচিও পোচেত্তিনোর তাকে নিয়ে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক। যদিও শুধু পর্তুগিজ উইঙ্গার নয়, গোটা রিয়াল মাদ্রিদ দল নিয়েই ভাবছেন আর্জেন্টাইন কোচ।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার দিবাগত রাতে টটেনহামের বিপক্ষে মাঠে নামছে রিয়াল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পোচেত্তিনো বলেছেন, ‘সে (রোনালদো) ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে রিয়ালের আরও অনেক ভালো খেলোয়াড় আছে। ওদের স্কোয়াডটা অসাধারণ, সঙ্গে রয়েছে ভালো একজন ম্যানেজার।’ রোনালদোর প্রশংসাও ঝরল আর্জেন্টাইন কোচের মুখে, ‘ক্রিস্তিয়ানো হলো মেসির মতো, ওরা নিজেদের দলে ব্যাপক প্রভাব বিস্তার করে। এটা স্পষ্ট, ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

ম্যারাডোনার সঙ্গেও তুলনায় দাঁড় করালেন তিনি রোনালদোকে, ‘এই ধরনের খেলোয়াড়দের সম্পর্কে নতুন করে কিছু বলাটা কঠিন। ম্যারাডোনার মতো তারাও বিশেষ। ওরা যে কোনও মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে এবং দলের অবস্থা বদল করে দিতে পারে। আমরা শুধু মাদ্রিদের বিপক্ষে নয়, খেলতে যাচ্ছি বিশ্বসেরা খেলোয়াড়ের বিপক্ষে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ