X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপে ত্রাস ছড়াতে মেসির রক্তাক্ত ছবি

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০১৭, ১১:১১আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১১:১৭

মেসির রক্তাক্ত ছবির পোস্টার ইউরোপে গত কয়েক বছর ধরে চলা আইএসের নারকীয় সব হত্যাযজ্ঞের প্রতিবাদে সিরিয়ায় চলছে আমেরিকা ও রাশিয়ার সামরিক অভিযান। এই জঙ্গিগোষ্ঠীও হুমকি দিয়ে চলেছে বিশ্বের এই দুই পরাশক্তির বিরুদ্ধে। যার সর্বশেষটা এলো রাশিয়া বিশ্বকাপ লণ্ডভণ্ড করে দেওয়ার পরিকল্পনা প্রকাশ করে। ফুটবল ভক্তদের হুমকি দিতে আইএস ব্যবহার করেছে বিশ্ব সেরা লিওনেল মেসির রক্তাক্ত পোস্টার। আইএসের খবরগুলো বহির্বিশ্বের সামনে আনা সাইট ইন্টারন্যাশনাল গ্রুপ এই ‘বিকৃতমনা’ ছবি সবার নজরে এনেছে।

রাশিয়া বিশ্বকাপের আগে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার সরাসরি হুমকি দিলো সন্ত্রাসী সংগঠনটি।

বিশ্বকাপ লোগোর পাশে জঙ্গির এই ছবিও দিয়েছে আইএস রাশিয়ায় আগামী বিশ্বকাপ নিয়ে আয়োজক ও ভক্তদের মনে ভয় ধরিয়ে দিতে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে আইএসপন্থি সন্ত্রাসবাদ সংগঠন ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন। তাদের এক ছবিতে দেখা গেছে, কারাগারে আটকা আছেন মেসি। আর তার বাঁ চোখ বেয়ে পড়ছে রক্ত। পোস্টারের নিচে বড় করে লাল অক্ষরে লেখা ‘শুধুই সন্ত্রাস’। হুমকিকে আরও প্রতিষ্ঠিত করতে মেসির মুখের ডানপাশে লেখা, ‘তোমার এমন এক গোষ্ঠীর সঙ্গে যুদ্ধ করছো, যাদের অভিধানে ব্যর্থতা বলে কিছু নেই।’

রাশিয়া বিশ্বকাপের লোগোর পাশে এক সশস্ত্র জঙ্গির ছবিও পোস্ট করেছে তারা, যেখানে আরবিতে লিখা, ‘আমাদের জন্য অপেক্ষা করো।’ রাশিয়া আইএসবিরোধী অভিযান চালানোয় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে কর্তৃপক্ষ।

ত্রাস ছড়াতে আরেকটি পোস্টার এর আগে আরও একটি পোস্টারে দেখা গেছে, একজন সশস্ত্র জঙ্গি মস্কোর লুজনিকি স্টেডিয়ামের দিকে তাকিয়ে আছে, যেখানে ২০১৮ সালের ১৫ জুলাই হবে বিশ্বকাপ ফাইনাল। ওখানে লেখা ছিল, ‘রাশিয়ায় থাকা আল্লাহর শত্রুরা, আমি প্রতিজ্ঞা করে বলছি মুজাহিদীনরা তোমাদের পুড়িয়ে মারবে। শুধু অপেক্ষা করো।’ দ্য সান

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী