X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শেখ জামাল কোচের হঠাৎ পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৭, ২২:১১আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২২:১১

লন্ডনে চলে যাচ্ছেন জোসেফ আফুসি। ছবি-ফেসবুক মঙ্গলবার সকালে হঠাৎ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ জোসেফ আফুসি নিঁখোজ! ধানমন্ডির ফ্ল্যাট থেকে তিনি উধাও, অথচ বিকেলে ঢাকা মোহামেডানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। রাতে জানা গেলো, আফুসি আর শেখ জামালের সঙ্গে নেই। ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে।

এ বিষয়ে আফুসি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। আমি মনে করি, আমার চলে যাওয়ার সময় হয়েছে। তাই শেখ জামালের পদ থেকে সরে দাঁড়ালাম। এ নিয়ে আমার কোনও অভিযোগ নেই। ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। ক্লাব ম্যানেজমেন্টের যেমন আমাকে বরখাস্ত করার অধিকার আছে, তেমনি আমারও পদত্যাগের অধিকার আছে।’

যাওয়ার আগে নাইজেরিয়ান কোচ জানালেন, ‘লন্ডন ফিরে যাচ্ছি, সেখানে পরিবারের সঙ্গে সময় কাটাবো। নতুন চাকরি খুঁজবো, আর সেটাই ভালো হবে আমার জন্য।’

আফুসির হঠাৎ বিদায়ে শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন চুন্নু অবাক, ‘আমি সকাল সাড়ে ১১টার সময় জানতে পারি, কোচ নাকি ক্লাবে নেই! অথচ গতকালও তিনি দলকে অনুশীলন করিয়েছেন, আমাদের সঙ্গে মিটিং করেছেন। কিন্তু আজ তিনি মোহামেডানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম ব্রিফিংয়ে  আসেননি। হঠাৎ আমরা জানতে পারলাম তিনি উধাও।’

কিছুটা ক্ষোভের সঙ্গে সাবেক তারকা ফুটবলার বাংলা ট্রিবিউনকে বললেন, “ক্লাবের কোনও কর্মকর্তাকে তিনি কিছু জানাননি। আমাদের যে বেয়ারা আফুসির দেখাশোনা করে তার কাছ থেকে জানতে পেরেছি, তিনি নাকি ছেলেটাকে বলেছেন, ‘আমি লন্ডনে  স্ত্রীর কাছে চলে যাচ্ছি।’ এরপর থেকে তার ফোন বন্ধ পাচ্ছি আমরা।”

তবে ক্ষোভের চেয়ে চুন্নুর কণ্ঠে বিস্ময়ই বেশি, ‘আফুসির এমন করার কোনও কারণ নেই। আমরা তাকে অগ্রিম অনেক টাকা দিয়ে রেখেছিলাম। তিনি দলের সবার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করেছেন। তিনি কেন এভাবে চলে যাচ্ছেন, তা বুঝতেই পারছি না।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার