X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে তুলে অস্ট্রেলিয়া কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০১৭, ১৮:৩৬আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৮:৪৩

আনগে পোস্তেকোবিও এশিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন। অথচ বিশ্বকাপ বাছাইয়ে এই অঞ্চলে অস্ট্রেলিয়াকে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। সকারুদের রাশিয়া বিশ্বকাপের ভাগ্য ঝুলে ছিল প্লে অফ ভাগ্যে। শেষ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের দল হন্ডুরাসের বিপক্ষে জিতে নিশ্চিত করেছে তারা ২০১৮ বিশ্বকাপের মূল পর্ব। সেই উৎসবের আমেজ এখনও শেষ হয়নি অস্ট্রেলিয়ায়। তার মধ্যেই পদত্যাগ করলেন সকারুদের কোচ আনগে পোস্তেকোবিও। দলকে বিশ্বকাপে তোলার এক সপ্তাহ পরই দায়িত্ব ছেড়ে দিলেন তিনি।

বাছাই পর্বের প্লে অফের প্রথম লেগে হন্ডুরাসের মাঠ থেকে গোলশূন্য ড্র করে ফিরলেও ঘরের মাঠের ফিরতি লেগে ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। সাত মাস পর রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে পোস্তেকোবিও দল সাজাবেন কিভাবে, এখন সেই আলোচনাই হওয়ার কথা। অথচ তা না হয়ে দলকে বিশ্বকাপে তুলে পদত্যাগ করলেন ৫২ বছর বয়সী এই কোচ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আচমকা সাংবাদিকদের জানিয়ে দেন, ‘চমৎকার সময় কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি সকারুদের কোচ হিসেবে আমার ভ্রমণ শেষ করার।’

এ যেন ‘বিনা মেঘে বজ্রপাত’-এর মতো অবস্থা। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে তুললেন, তাছাড়া সকারুদের সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী বছরের জুলাই পর্যন্ত। আচমকা এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যায় পোস্তেকোবিও বলেছেন, ‘যেমনটা আমি আগে অনেকবারই বলেছি, এটা (অস্ট্রেলিয়ার কোচ) আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। সম্ভবত এটা শেষও হবে না। তবে একই সঙ্গে আমি এও জানি, এটাই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার।’

২০১৪ সালের বিশ্বকাপের আট মাস আগে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। ব্রাজিলের বিশ্বকাপে তরুণ দল নিয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়লেও মাঠের পারফরম্যান্সে জবাব দিয়েছিলেন পোস্তেকোবিও। নিজের সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণটা দেন সকারুদের প্রথম কোনও আন্তর্জাতিক শিরোপা জিতিয়ে। তার অধীনেই ২০১৫ সালে অস্ট্রেলিয়া জেতে এএফসি এশিয়ান কাপের শিরোপা।

এরপর উত্থান-পতনে কেটেছে তার সময়। রাশিয়া বিশ্বকাপের বাছাইয়েও ভুগতে হয়েছে তার দলকে। যদিও সব বাধা পেরিয়ে ফুটবল মহাযজ্ঞের মূল পর্বে সকারুদের তুলেছেন পোস্তেকোবিও। কিন্তু চূড়ান্ত মিশনে তিনি যাচ্ছেন না দলের সঙ্গে। রয়টার্স

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী