X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আরও ধূসর সাইফ স্পোর্টিংয়ের শিরোপা স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ২১:৫০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২১:৫২

ব্রাদার্সের গোলমুখে সাইফ স্পোর্টিং ক্লাবের একটি ব্যর্থ আক্রমণ। ছবি-বাফুফে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দুর্দান্ত পারফরম্যান্স ছিল সাইফ স্পোর্টিং ক্লাবের। ১১টি ম্যাচের ৬টিতেই জয় পেয়েছিল নবাগত দলটি। ফিরতি পর্বের প্রথম ম্যাচেও তারা হারিয়ে দিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে। তবে তারপর থেকেই সাইফের পারফরম্যান্সের অধোগতি। দুটি ড্র আর দুটি হারের পর শুক্রবার তারা গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। অথচ প্রথম পর্বে এই ব্রাদার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল সাইফ স্পোর্টিং।

আবার পয়েন্ট হারিয়ে সাইফ আরও পিছিয়ে পড়েছে শিরোপা লড়াই থেকে। চতুর্থ স্থান ধরে রাখলেও শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে তারা। ১৭টি করে ম্যাচ খেলা চট্টগ্রাম আবাহনী আর সাইফের সংগ্রহ ৪২ আর ৩১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান অষ্টম।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে বলার মতো আক্রমণ ছিল একটাই। কিন্তু ডান দিক দিয়ে আক্রমণে ওঠা জোসেফ নুরের শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে হতাশ করেছে ব্রাদার্সকে।

৭২ মিনিটে সাইফ স্পোর্টিংও পেয়েছিল সুযোগ। তবে ইংলিশ ফরোয়ার্ড চার্লি শেরিংহ্যামের শটও চলে গেছে ক্রসবারের ওপর দিয়ে।

খেলা শেষে ক্ষোভ প্রকাশ করলেন সাইফ স্পোর্টিংয়ের সহকারী কোচ হুমায়ুন কবির। তার অভিযোগ দলের দুই বিদেশি ফরোয়ার্ড শেরিংহ্যাম আর হাইতির ওয়েডসন এনসেলমের বিরুদ্ধে, ‘আমাদের দুই বিদেশি শেরিংহ্যাম আর ওয়েডসন ভালো খেলতে পারছে না। লিগের ফিরতি পর্বে আনা হলেও প্রত্যাশা পূরণ করতে পারছে না তারা।’

নবাগত দলটির মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্টও বিদেশিদের পারফরম্যান্সে হতাশ, ‘আমাদের দলের জুয়েল আর মতিন ভালো খেলছে, কিন্তু বিদেশিরা পারছে না। ওদেরই তো ব্যবধান গড়ে দেওয়ার কথা, কিন্তু তা হচ্ছে কই!’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?