X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রোনালদোর রিয়ালের এ কী হাল!

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৭:৪৩

সেল্তা ভিগোর সঙ্গে ড্র করার পর রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের হতাশা গোল করতে ভুলে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো! লা লিগার চলতি মৌসুমে মাত্র চারবার লক্ষ্যভেদ করেছেন তিনি। এক বছরে পাঁচ শিরোপা জেতা রিয়াল মাদ্রিদের অবস্থাও পর্তুগিজ উইঙ্গারের মতো।

লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে পেছিয়ে আছে তারা ১৬ পয়েন্টে। রিয়াল মাদ্রিদের শিরোপা স্বপ্নে আরও বড় ধাক্কা লেগেছে সেল্তা ভিগোর সঙ্গে ড্র করে। নতুন বছরেও ভাগ্য বদলাচ্ছে না মাদ্রিদের ক্লাবটির। যে ‍রিয়াল প্রতিপক্ষদের ভাসায় গোল বন্যায়, সেই তারা কিনা এবারের লিগে ৩ গোলের বেশি লক্ষ্যভেদ করেছে মাত্র এক ম্যাচে। রোনালাদোর গোল খরা আরও বেশি ভোগাচ্ছে ইউরোপ চ্যাম্পিয়নদের।

দাপুটে ফুটবলে গত মৌসুমে লা লিগার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলে রিয়াল। সব মিলিয়ে ২০১৭ সালে জিতেছে পাঁচ শিরোপা। উড়তে থাকা সেই দলটিই কিনা লিগের ১৮ ম্যাচ শেষে রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে, শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে (৪৮) ১৬ পয়েন্টে পিছিয়ে। ২০১৭-১৮ মৌসুমে ইউরোপের শীর্ষ লিগের দলগুলোর গোল করার দিক থেকে রিয়ালের অবস্থান ২৩তম স্থানে।

ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ত জার্মেই কিংবা বার্সেলোনা তো বটেই; এমনকি রিয়ালের চেয়ে বেশি গোল করেছে লাৎসিও, লিস্টার সিটি, সাম্পদোরিয়া, অলিম্পিক মার্শেই, বেয়ার লেভারকুসেন ও উদিনেসের মতো ক্লাব। এখন পর্যন্ত সবচেয়ে বেশি লক্ষ্যভেদ করেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিটিজেনরা করেছে ৬৪ গোল। দ্বিতীয় স্থানে থাকা পিএসজির গোল সংখ্যা ৫৮। তিন নম্বরে থাকা লিভারপুলের (৫০) পরই রয়েছে জুভেন্টাস (৪৯)। রিয়ালের ‘চিরশত্রু’ বার্সেলোনা এবারের লা লিগায় এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ৪৮বার। সেখানে তাদের চেয়ে ১৬ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল গোল করেছে মাত্র ৩২টি।

রিয়ালের মতোই অবস্থা রোনালদোর। লিগে যেন গোল করতেই ভুলে গেছেন তিনি। বার্সেলোনার পর সেল্তার বিপক্ষেও থাকতে হয়েছে তাকে গোলহীনভাবে। এখন পর্যন্ত ২০১৭-১৮ লিগ মৌসুমে ১৩ ম্যাচ খেলে করেছেন মাত্র ৪ গোল, যা রোনালদোর নামের পাশে বড্ড বেমানান। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
 ‘রান আপের গতি আর হ্যান্ড সুইংয়ে বদল এনেই সাফল্য পাচ্ছি’
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?