X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আর ফুটবল খেলবেন না তৌহিদুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৮, ২১:০৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২১:০৮

অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় দিন কাটছে তৌহিদুলের। ছবি-ফেসবুক অনেক আশা নিয়ে ফুটবল মাঠে ফিরেছিলেন তৌহিদুল আলম। স্বপ্ন ছিল, আগের মতো অবদান রাখবেন নিজের দল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাফল্যে। কিন্তু এই ফরোয়ার্ডের স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। ইনজুরিতে পড়ে এখন তিনি হাসপাতালের বিছানায়।

২০১৬ সালের ১৪ অক্টোবর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলার সময় বাঁ পা ভেঙে যায় তৌহিদুলের। সুস্থ হয়ে এক বছর দুই মাস পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে নামেন তিনি। ফিরতি পর্বে সাত ম্যাচে দুই গোল করেছিলেন, কয়েকটি গোল বানিয়েও দিয়েছিলেন সতীর্থদের।

কিন্তু গত রবিবার মোহামেডানের ডিফেন্ডার ইমরুল হাসানের ট্যাকলিংয়ে বাঁ হাঁটুর নিচে আঘাত পান তৌহিদুল। সোমবার অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, সুস্থ হতে আট মাস লাগবে। তবে সুস্থ হলেও তার পক্ষে ফুটবলে ফেরা বেশ কঠিন।

ফুটবলে ফেরার আশা ছেড়ে দিয়েছেন এই ফরোয়ার্ড। ছবি-ফেসবুক তাই কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড তৌহিদুল। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘আমি আর ফুটবল খেলবো না, ভাগ্য আমাকে ফুটবল থেকে দূরে ঠেলে দিয়েছে।’

আবার দুর্ভাগ্যের শিকার হয়ে তিনি বিষন্ন, ‘এক পায়ে দুবার আঘাত পেয়েছি, আর ফুটবলে ফেরার সুযোগ নেই। কীভাবে ফিরবো বলুন, ভাঙা পা নিয়ে তো খেলা যায় না! আমি তবু ঝুঁকি নিয়ে খেলেছি, জীবনের সঙ্গে যুদ্ধ করেছি। মোহামেডানের ডিফেন্ডার ইমরুলের কোন দোষও নেই। আসলে ভাগ্যই আমার বিরুদ্ধে।’

২০০৯ সালে ফেনী সকার ক্লাবে খেলে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু তৌহিদুলের। এরপর মোহামেডান, আবাহনী হয়ে যোগ দেন মুক্তিযোদ্ধায়। জাতীয় দলের হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে বেকারের সংখ্যা কত?
দেশে বেকারের সংখ্যা কত?
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
আসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিআসছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও জাপান
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ