X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

এক গোল করে মতিনের দাবি ৫০ লাখ টাকা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২০

মতিন মিয়া গত বছরের ৭ ডিসেম্বরের কথা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধার পাঁচ জনকে কাটিয়ে গোল করে ফুটবল-ভক্তদের চমকে দিয়েছিলেন মতিন মিয়া। সাইফ স্পোর্টিং ক্লাবের জার্সিতে দুর্দান্ত গোলটি করে আলোচনায় উঠে আসা এই ফরোয়ার্ড আগামী মৌসুমের জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন। তবে ৫০ লাখ টাকার দাবি মেনে তাকে দলে রাখতে রাজি নয় সাইফ স্পোর্টিং।

বাধ্য হয়েই নতুন ঠিকানা খুঁজছেন মতিন। ফুটবলাঙ্গনে গুঞ্জন, বসুন্ধরা কিংসের সঙ্গে আলোচনা চলছে তার। শোনা যাচ্ছে, তাকে ৩৫ থেকে ৪০ লাখের মধ্যে দিতে পারে প্রিমিয়ার লিগে নবাগত দলটি। যদিও সব কিছুই এখনও প্রাথমিক পর্যায়ে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বললেন, ‘মতিন মিয়া সহ কয়েক জনের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। তবে ২০ মার্চের আগে কিছু বলতে পারছি না।’ মতিন অবশ্য দলবদল নিয়ে মুখ খুলতে রাজি নন। গত ১৩ ফেব্রুয়ারি বাফুফে ভবনে জাতীয় দলের রিপোর্টিংয়ের সময় তিনি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘কোথায় যাচ্ছি এখনও কিছু ঠিক হয়নি। আমার এ বিষয়ে কিছু বলার নেই।’

মৌসুম শেষ হয়ে গেলেও ফুটবলাররা ২০ মার্চ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে দলবদল বিষয়ে কেউ কিছু বলতে চাচ্ছেন না। যদিও অন্য ক্লাবের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন অনেকেই।

মতিনের দাবির কথা সরাসরি স্বীকার করলেন সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী। তার কথা, ‘মতিন মিয়া আমাদের কাছে ৫০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিল। তার নাকি টাকার খুব দরকার। কিন্তু আমরা তাকে এত টাকা দিতে রাজি নই। বাইন্ডিংস খেলোয়াড় হলেও গত মৌসুমে আমরা মতিনকে ১৫ লাখ টাকা দিয়েছিলাম। এবার ১০ লাখ টাকা বাড়িয়ে দিতেও চেয়েছিলাম। কিন্তু ২৫ লাখ টাকায় মতিন রাজি নয়। আমরা তাই তাকে ছেড়ে দিয়েছি। শুনেছি সে নতুন একটা ক্লাবে নাম লিখিয়েছে।’

একসময় ছিলেন রংমিস্ত্রি। তবে ফুটবলের প্রতি মতিনের ভালোবাসা ছেলেবেলা থেকে। তাকে আবিষ্কারের কৃতিত্ব দাবি করতেই পারে সাইফ স্পোর্টিং। একসময় সিলেটে ‘খ্যাপ’ খেলে বেড়ানো মতিনকে প্রথম সুযোগ দিয়েছিল এই ক্লাব। চ্যাম্পিয়নশিপ লিগে সাইফ স্পোর্টিংকে শিরোপা এনে দিতে বড় অবদান রাখলেও এবারের প্রিমিয়ার লিগে তেমন সুবিধা করতে পারেননি, গোল করেছেন মাত্র তিনটি। কিন্তু সেই দর্শনীয় গোল করেই আকাশছোঁয়া টাকা দাবি করছেন মতিন।

নাসিরউদ্দিন যে কারণে বেশ ক্ষুন্ন। মতিন সম্পর্কে তার মন্তব্য, ‘আমরাই মতিনকে এ পর্যন্ত নিয়ে এসেছি, তাকে বিদেশি কোচ দিয়ে পরিচর্যা করেছি। আমাদের ক্লাবে খেলেই আজ সে তারকা। অথচ এখন আমাদের কাছেই এত টাকা চাচ্ছে। সে চলে গেলে সমস্যা নেই, আমরা নতুন কাউকে নিয়ে নেবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার