X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

পারিশ্রমিকের মূল্য কি দিতে পারছেন ফুটবলাররা?

তানজীম আহমেদ
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৪০

পারিশ্রমিকের মূল্য কি দিতে পারছেন ফুটবলাররা? গত কয়েক মৌসুম ধরে দলবদল এলেই ফুটবলারদের নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। কে কার আগে দলভুক্ত করবে, এ নিয়ে ক্লাবগুলোর মধ্যে চলে ‘স্নায়ুযুদ্ধ’। এবারও ব্যতিক্রম হচ্ছে না। যে যেভাবে পারছে, খেলোয়াড় সংগ্রহ করছে, তাতে পারিশ্রমিক আকাশচুম্বি হোক না কেন! তবে দাম আকাশ ছুঁলেও মাঠের পারফরম্যান্সে তার ছোঁয়া কোথায়?

এক আরামবাগের দিকেই নজর দেওয়া যাক না। অধিনায়ক আবু সুফিয়ান সুফিল পেতেন ৬ লাখ টাকা। নবাগত এক দলে গিয়ে সেটা হয়ে যাচ্ছে প্রায় ৬ গুণ! অথচ ‘সুনিপুণ ক্রস কিংবা মাঝমাঠ থেকে বল জোগান দেওয়াটা এখন পর্যন্ত সেভাবে বলার মতো হয়ে ওঠেনি তার’- সংশ্লিষ্ট একজন কোচের মন্তব্য এমনই।

শুধু সুফিল নয়, আছে আরও অনেকেই। পারফর্ম করুক বা না করুক, দলবদলের বাজারে তাদের দাম বেশ চড়া। ৪০, ৫০, এমনকি ৫৫ লাখ টাকা পারিশ্রমিকও হাঁকাচ্ছেন। আর এই পারিশ্রমিক বাড়ে আসলে নবাগত দল দলবদলের বাজারে থাকলে। সেই শেখ জামাল থেকে শুরু, যার সবশেষ উদাহরণ বসুন্ধরা কিংস।

পারিশ্রমিক আকাশছোঁয়াতে কোনও সমস্যা নেই। মাঠে পারফরম করে খেলোয়াড়রা তাদের প্রাপ্তি নিয়ে যাবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু সেই ‘বিনিয়োগে’ যদি দেশের ফুটবলের চিত্র না পাল্টায়, তখনই সমস্যাটা প্রকট হয়। প্রতি মৌসুমে খেলোয়াড়দের দাম বাড়ছে, কিন্তু ঘরোয়া ফুটবলের আসর বের হচ্ছে না তারকা কোনও ফুটবলার, যার খেলা দেখতে মাঠে আসবেন দর্শক। মোদ্দা কথা, মাঠের পারফরম্যান্সে খেলোয়াড়দের অবস্থা প্রায় একই, ৬ লাখ টাকার খেলোয়াড় ও ৫৮ লাখ টাকার খেলোয়াড়ের মধ্যে আহামরি কোনও পার্থক্য নেই।

আর এই কারণেই পিছিয়ে পড়ছে বাংলাদেশের ফুটবল। এতটাই যে, এখন সাফের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। ২০০৯ সালে ঢাকার মাঠে সাফ ফুটবলের সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। ওটাই সাম্প্রতিক সময়ের সেরা সাফল্য, এর পরের তিন আসরে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। সর্বশেষ ‘তারকা সমৃদ্ধ’ দল ভুটানের বিপক্ষে হেরে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে।

এত কিছুর পরও বড় অঙ্কের পারিশ্রমিক দিয়ে খেলোয়াড়দের পেছনে ছোটা কেন? কেনই বা খেলোয়াড়দের বড় অংশ বড় অঙ্কের টাকা নিয়ে সেভাবে নিজেদের মাঠে মেলে ধরতে ব্যর্থ? আরামবাগ কোচ মারুফুল হক বাংলা ট্রিবিউনকে উত্তরটা দিয়েছেন এভাবে, ‘আমি চাই ফুটবলারদের পকেটে ভালো পারিশ্রমিক যাক। কিন্তু একই সঙ্গে তাদের মনে রাখতে হবে, যে টাকা নিচ্ছে, সেই অনুযায়ী মাঠে খেলতে হবে। নিজেদের প্রমাণ করার দায়িত্ব তাদের। এখন কেউ যদি না করে, তাহলে কী বলার আছে।’

শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক বিষয়টি দেখছেন অন্যভাবে, ‘কেউ যদি ভালো দল গড়তে চায়, তাহলে তার দৃষ্টি থাকে জাতীয় দলের খেলোয়াড়দের দিকে, কিংবা যাদের পেছনে ভালো খেলার তকমা আছে। একজন খেলোয়াড়ের উচিত মাঠে নিজেকে উজাড় করে দেওয়া। কিন্তু সেটা সবসময় হচ্ছে কই! এছাড়া খেলোয়াড় সংকট তো আছেই। ধনী ক্লাবের সংখ্যাও বেড়েই চলেছে। তাই মাঠের পারফরম্যান্স যাই হোক না কেন, খেলোয়াড়দের দাম তো বাড়বেই।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল