X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অফ সিজনে রিকশাও চালিয়েছেন আসলাম!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩০

জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম সাবেক ফুটবলারদের মিলনমেলা বসেছিল বাফুফে ভবন সংলগ্ন কৃত্রিম টার্ফে। জেমকন গ্রুপের সহায়তায় আয়োজিত ভেটারান্স কাপের শিরোপা জিতে নিয়েছে চট্টগ্রাম সোনালী অতীত ক্লাব। ফাইনাল ২-২ গোলে অমীমাংসিত থাকার পর চট্টগ্রামের দলটি টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে ঢাকা সোনালি অতীত ক্লাবকে। দৃষ্টিনন্দন ফিল্ড গোল করার পর টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেছেন সাবেক তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম,কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। সেজন্য অবশ্য আফসোস নেই তার মনে। তার যত আফসোস ফুটবলের বর্তমান অবস্থাকে ঘিরে।

ভেটারান্স কাপে অংশ নিতে সারা দেশ থেকে সাবেক ফুটবলাররা ঢাকায় এসেছিলেন। তাদের ড্রিবলিং বা জোরালো শটে পোস্ট কাঁপানোর দৃশ্য দেখে অনেকেই ফিরে গেলেন ফুটবলের সোনালী সময়ে। খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে আসলাম বললেন, ‘এখনও গোলের নিশানা ভুলিনি। গোল-ক্ষুধা না থাকলে কিসের স্ট্রাইকার! যখন ফুটবলার ছিলাম,মাঠে ৯০ মিনিট ঘুরতাম গোলের জন্য। তার পুরস্কারও অনেক পেয়েছি।’

তিনি নিজে ছিলেন দুর্দান্ত স্ট্রাইকার। হেডিং-শুটিং দুটোতেই ছিলেন দারুণ দক্ষ। ঢাকার লিগে কয়েকবার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেওয়া আসলাম বর্তমান স্ট্রাইকারদের দুর্দশা দেখে ভীষণ হতাশ, ‘এখন তেমন কোনও স্ট্রাইকারই নেই। আমার পর একজনেরই গোল করার দক্ষতা ছিল,সে হলো নকীব। লিগে সে টানা তিনবার সর্বোচ্চ স্কোরার হয়েছিল, এটা সোজা কথা নয়। এরপর ওই মানের স্ট্রাইকার আমার চোখে পড়েনি। এখনকার স্ট্রাইকারদের সাহসও নেই, শুটিংও নেই। কাউকে একটু সাহসী হয়ে মাঝমাঠ থেকে হঠাৎ শট নিতে দেখি না। অথচ আমার ক্যারিয়ারে এভাবে গোল করার অনেক উদাহরণ আছে।’

ফুটবলের প্রতি এতটাই নিবেদিতপ্রাণ ছিলেন যে ফিটনেস ঠিক রাখতে রিকশা পর্যন্ত চালিয়েছেন তিনি! সে সব দিনের কথা আজও  ভুলতে পারেননি আসলাম, ‘ফুটবলের অফ সিজনে লাফানোর অভ্যাস ঠিক রাখার জন্য ভলিবল খেলতাম। এমনকি পায়ের পেশি শক্তিশালী করার জন্য রিকশাও চালিয়েছিলাম। শুটিং-হেডিং প্র্যাকটিস তো করতামই। এসব আমি নিজে থেকেই করতাম, কারণ একজন  ভালো স্ট্রাইকার হওয়ার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। অথচ নিজে আলাদা করে প্র্যাকটিস করার অভ্যাস বর্তমান খেলোয়াড়দের একদমই নেই। ফেসবুকিং আর চ্যাট করে তো ভালো স্ট্রাইকার হওয়া যায় না!’

বর্তমান ফুটবলারদের পারিশ্রমিক নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় দলের সাবেক তারকা, ‘অর্থই হচ্ছে অনর্থের মূল। এত টাকা অপাত্রে দেওয়া হচ্ছে। কত টাকার খেলোয়াড়, সে সম্পর্কে  একজন ফুটবলারের ধারণা থাকা উচিত। বর্তমানে নিজের মানের চেয়ে বেশি পাওয়ার কারণে একজন  ফুটবলার নষ্ট হয়ে যাচ্ছে, তার শেখার আগ্রহ কমে যাচ্ছে। বাফুফের উচিত ছিল, জাতীয় দলকে এখানে এনে আমাদের খেলা দেখানো। এই বয়সেও আমাদের পাসিং-মুভমেন্ট দেখলে এখনকার ফুটবলাররা কিছু শিখতে পারতো।’

/টিএ/এএআর
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী