X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চেলসিকে হারিয়ে দুই নম্বরে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৩

ম্যানচেস্টার ইউনাইটেডের গোল উদযাপন ওল্ড ট্র্যাফোর্ডে রবিবার সেরা ফর্মে ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড। আধিপত্য ছিল চেলসির। কিন্তু ফল হলো উল্টো। গত মৌসুমের চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এলো ম্যানচেস্টার ইউনাইটেড।

এই জয়ে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিভারপুলকে (৫৭) পেছনে ফেলে দুই নম্বরে উঠেছে ম্যানইউ। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা ম্যানসিটির (৭২) সঙ্গে তাদের ব্যবধান ১৩ পয়েন্টের। টটেনহ্যাম হটস্পার ৫৫ পয়েন্ট নিয়ে চারে। তাদের চেয়ে ২ পয়েন্ট পেছনে থেকে পাঁচ নম্বরে চেলসি (৫৩)।

এই মৌসুমে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ১-০ গোলে হেরে এসেছিল ম্যানইউ। এবার নিজ মাঠে ব্লুদের হারিয়ে প্রতিশোধ নিলো হোসে মরিনহোর শিষ্যরা। ওই জয়ের একমাত্র গোলদাতা আলভারো মোরাতা ইউনাইটেডের মাঠে পান প্রথম সুযোগ। ৪ মিনিটে স্বাগতিক গোলরক্ষক ডেভিড দে গেয়া তার শট পাঠিয়ে দেন ক্রসবারের উপর দিয়ে।

২৮ মিনিটে এগিয়ে যেতে পারতো ম্যানইউ। অ্যান্থনি মার্শালের পাস পেয়ে গোলমুখে শট নেন অ্যালেক্সিস সানচেজ। কিন্তু চিলিয়ান স্ট্রাইকারের প্রচেষ্টা রুখে দেন থাইবত কোর্তোয়া। দুই দল প্রথম সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও ৩২ মিনিটে প্রথম গোলের দেখা পায় ভক্তরা। স্বাগতিক সমর্থকদের হতাশায় ডুবিয়ে চেলসিকে এগিয়ে নেন উইলিয়ান। ইডেন হ্যাজার্ডের সঙ্গে কাউন্টার অ্যাটাকে দে গেয়াকে পরাস্ত করেন তিনি।

জয়সূচক গোল করলেন লিনগার্দ ৩৫ মিনিটে মার্কোস আলোনসোর ডান পায়ের শট গোলমুখে ছুটে যায়। তবে সেটা বাঁক খেয়ে গোলবারের পাশ দিয়ে চলে গেলে স্বস্তির নিশ্বাস ফেলে ম্যানইউ ভক্তরা। কিছুক্ষণ পর উল্লাসে মাতে তারা। ৩৯ মিনিটে মার্শালের পাস থেকে ডান পায়ে বল নিয়ন্ত্রণে নেন রোমেলু লুকাকু, এরপর বাঁ পায়ের শটে ফেরান সমতা। এই মৌসুমে লিগে শীর্ষ আটে থাকা কোনও দলের বিপক্ষে এটাই তার প্রথম গোল।

বিরতির পর ৪৯ মিনিটে মোরাতাকে আবার ব্যর্থ করেন দে গেয়া। ৫৭ মিনিটে ম্যানইউ গোলরক্ষক আরেকটি কঠিন পরীক্ষায় উতরে যান। পরের মিনিটে উইলিয়ানের শট ক্রসবারের উপর দিয়ে গেলে স্কোর পাল্টায়নি। ৬৯ মিনিটে ব্রাজিলিয়ান তারকাকে আরেকবার হতাশ করেন দে গেয়া। দুই মিনিট আগে কোর্তোয়া দারুণ চেষ্টায় রুখে দেন লুকাকুকে।

আক্রমণ প্রতি আক্রমণের এই ম্যাচে শেষ পর্যন্ত দারুণ এক গোলে ম্যাচের পার্থক্য গড়ে দেয় ইউনাইটেড। ৭৫ মিনিটে লুকাকুর নিখুঁত ক্রসে লক্ষ্যে হেড নেন জেসে লিনগার্দ। কোর্তোয়া অসহায় চোখে দেখেছেন জালে বল জড়াতে।

এই গোলে পরিসংখ্যান গেছে চেলসির বিপক্ষে। শেষ যে ২২ লিগ ম্যাচে তারা প্রথমে গোল করেছিল, তার সবগুলোই জিতেছে। কিন্তু ম্যানইউ সেই ধারায় ছেদ টানলো।

এদিন আগের ম্যাচে হ্যারি কেনের একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। এই ইংলিশ তারকা ২৪তম গোল করে লিগের শীর্ষ গোলদাতা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
সংসদ অধিবেশন শুরু, চলবে ৯ মে পর্যন্ত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
পরপর দুবার কমলো এলপিজির দাম
পরপর দুবার কমলো এলপিজির দাম
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে