X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন ভালভারদে

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০১৮, ১৪:৫০আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৪:৫০

নেইমারের বার্সায় ফেরার গুঞ্জন উড়িয়ে দিলেন ভালভারদে ‘বার্সেলোনায় ফিরতে চান নেইমার’- শুক্রবার এমন বোমা ফাটানো খবরই ছেপেছিল কাতালানভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’। যদিও ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে তৈরি হওয়া এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে।

সান্তোস ছেড়ে বার্সেলোনায় নাম লেখান নেইমার ২০১৩ সালে। চার মৌসুম ন্যু ক্যাম্পে কাটিয়ে গত গ্রীষ্মের দলবদলে ব্রাজিলিয়ান তারকা যোগ দেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। বার্সেলোনার বাইআউট ক্লজের ২২২ ‍মিলিয়ন ইউরো পরিশোধ করায় তিনি পরিণত হন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। কিন্তু পিএসজিতে নাম লেখানোর পরপরই নতুন করে শুরু হয় তার দলবদলের গুঞ্জন। ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান নাকি চলে যাচ্ছেন রিয়াল মাদ্রিদে!

এতদিন ধরে দলবদলের ব্যাপারে রিয়ালের নাম থাকলেও শুক্রবার হঠাৎই বার্সেলোনার কথা সামনে আসে ‘মুন্দো দেপোর্তিভো’র খবরে। সংবাদমাধ্যমটি ছাপে, পিএসজিতে নিজেকে মানিয়ে নিতে পারছেন না নেইমার, তাছাড়া চ্যাম্পিয়নস লিগ থেকে ফরাসি ক্লাবটি দ্রুত বিদায় নেওয়ায় পার্ক দে প্রিন্সেস ছাড়তে চাইছেন তিনি। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, নেইমার নাকি তার বার্সেলোনার সাবেক সতীর্থদের খুব মিস করছেন, তাই ন্যু ক্যাম্পে ফিরতে যোগাযোগ করছেন কাতালান ক্লাবটির কর্তাব্যক্তিদের সঙ্গে।

এই খবরের সত্যতা নিয়ে ভালভারদের কাছে করা প্রশ্ন পাত্তাই পেল না। বার্সেলোনা কোচ স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমি জানি না এই সব (খবর) কোথা থেকে এসেছে। চলুন আমরা অবাস্তব কথা নিয়ে আলোচনা না করি।’

স্প্যানিশ আরেক সংবাদমাধ্যম ‘এএস’-এর খবর, নেইমারের জন্য ৪০০ মিলিয়ন ইউরো চায় পিএসজি। সাবেক খেলোয়াড়কে ফেরাতে এত অর্থ বার্সেলোনা খরচ করবে কিনা, সেই প্রশ্নের সঙ্গে এটাও ভুলে গেছে চলবে না নেইমারের অভাব পূরণে ফিলিপে কৌতিনিয়ো ও উসমান দেম্বেলেকে এনে ইতিমধ্যে ২৬৫ মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে তারা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা