X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইতালির কোচ মানচিনি

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৮, ১৭:৪৮আপডেট : ১৫ মে ২০১৮, ১৭:৪৮

ইতালির জার্সি হাতে রবার্তো মানচিনি (বাঁ থেকে দ্বিতীয়) অবশেষ কোচ খুঁজে পেল ইতালি। নতুন কোচ হিসেবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘোষণা করেছে রবার্তো মানচিনির নাম। সাবেক ম্যানচেস্টার সিটি কোচকে কতদিনের জন্য নিয়োগ দিয়েছে, সেটা অবশ্য জানায়নি ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

এরই সঙ্গে শেষ হয়ে গেল মানচিনির জেনিট সেন্ট পিটার্সবুর্গের সঙ্গে সম্পর্ক। গত বছরই রাশিয়ান ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন ইতালি জাতীয় দলের নতুন কোচ। দ্বিতীয় মেয়াদে ইন্টার মিলানে দুই মৌসুম কাটিয়ে মানচিনি পাড়ি দিয়েছিলেন রাশিয়ান লিগে। আবারও ফিরলেন ইতালিতে, তবে এবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, অথচ এবারের আসরে খেলাই হচ্ছে না ইতালির! বাছাই পর্বে হোঁচট খেয়ে দর্শক হয়ে থাকতে হচ্ছে আজ্জুরিদের। গত বছরের নভেম্বরে সুইডেনের বিপক্ষে প্লে অফ ম্যাচে হেরে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে যাওয়ার পর বরখাস্ত হন কোচ জিয়ান পিয়েরো ভেনতুরা। এরপর থেকে প্রধান কোচের জায়গাটা ফাঁকাই ছিল ইতালির। অন্তবর্তীকালীন কোচ হিসেবে এতদিন দায়িত্ব সামলেছেন ‍লুইগি দি বিয়াজিও।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন অবশ্য খুঁজে যাচ্ছিল তাদের কোচ। অনেক নামই শোনা গেছে, যার মধ্যে ছিলেন কার্লো আনচেলত্তি ও আন্তোনিও কন্তের মতো কোচেরাও। শেষ পর্যন্ত তারা মানচিনিকেই বেছে নিয়েছে।

ম্যানচেস্টার সিটিতে চার বছর কাটানো ৫৩ বছর বয়সী কোচের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও রাশিয়ার আসরে সুযোগ না পাওয়ায় খেলোয়াড়দের মনোবলে চিড় ধরেছে। ৬০ বছর পর প্রথমবার জায়গা পায়নি তারা ফুটবল মহাযজ্ঞে। ভেঙে পড়া ইতালিকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব এখন মানচিনির কাঁধে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ