X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফুটবলের প্রাথমিক দলে চমক নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৮, ১৭:০৭আপডেট : ১৯ মে ২০১৮, ১৭:৫২

বিকেএসপিতে জাতীয় দলের অনুশীলন। ফাইল ছবি গত ২৭ মার্চ লাওসের মাঠে প্রীতি ম্যাচের পর দেশে ফেরেননি জাতীয় দলের সাবেক কোচ অ্যান্ড্রু ওর্ড। তবে বাংলাদেশের ফুটবল ওর্ডের দেখানো পথেই হাঁটতে আগ্রহী। এ বছর এশিয়ান গেমস ও সাফ ফুটবলের মতো দুটো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নেবে লাল-সবুজের দল। শনিবার দুটো টুর্নামেন্টকে সামনে রেখে ঘোষিত ৪১ জনের প্রাথমিক দল ওর্ডের নির্বাচন করা দলেরই প্রতিচ্ছবি। নতুন মুখ শুধু একজন—মিডফিল্ডার রবিউল হাসান।

এই ৪১ জনকে নিয়ে ২৬ মে থেকে বিকেএসপিতে শুরু হবে আবাসিক ক্যাম্প।  স্থানীয় তিনজন কোচের অধীনে শুরু হলেও জুনের প্রথম সপ্তাহে ক্যাম্পের দায়িত্ব নেবেন জাতীয় দলের নতুন ব্রিটিশ কোচ জেমি ডে।

বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ আরও জানিয়েছেন, ‘প্রাথমিক দলে আপাতত ৪১ জনকে রাখা হলেও পরে আরও কয়েকজন যোগ দেবে তাদের সঙ্গে। সহকারী, ফিটনেস ও গোলকিপিং কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে। আশা করি, ৭ থেকে ১০ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।’

আগস্টে এশিয়ান গেমসের আগে জাতীয় দলের প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানিয়ে কাজী নাবিল আহমেদের মন্তব্য, ‘আবাসিক ক্যাম্প চালু রেখেই জুলাইয়ের শেষ দিকে অফিসিয়াল ম্যাচ খেলতে পারে জাতীয় দল। তার আগে দু/ তিনটি প্র্যাকটিস ম্যাচও খেলতে পারে।’

৪১ জনের প্রাথমিক দল

গোলকিপার: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, মাহফুজ হাসান প্রীতম, আনিসুর রহমান।

ডিফেন্ডার: তপু বর্মণ, নাসিরউদ্দিন চৌধুরী, ফয়সাল মাহমুদ, মামুন মিয়া, ওয়ালী ফয়সাল, সাদ্দাম হোসেন এ্যানি, আবু সুফিয়ান, উত্তম কুমার বণিক, মোহাম্মদ আল আমিন, মঞ্জুরুর রহমান, আতিকুর রহমান ফাহাদ, নুরুল নাঈম ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, মনসুর আমিন।

মিডফিল্ডার: মামুনুল ইসলাম, ইমন মাহমুদ, জামাল ভূঁইয়া, জুয়েল রানা, ফজলে রাব্বি, মাসুক মিয়া জনি, মোহাম্মদ আব্দুল্লাহ, সোহেল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রবিউল হাসান, রহমত মিয়া।

ফরোয়ার্ড: মতিন মিয়া, সাদউদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, রুবেল মিয়া, জাফর ইকবাল, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ স্বাধীন, বিপলু আহমেদ, তৌহিদুল আলম সবুজ, নাবিব নেওয়াজ জীবন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী