X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

হ্যাজার্ডকে ধরে রাখতে চান নতুন চেলসি কোচ

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১৮:১৫আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৮:১৫

এডেন হ্যাজার্ড ইউরোপিয়ান মিডিয়ায় গুঞ্জনটা বেড়েই চলেছে- ‘চেলসি ছাড়ছেন এডেন হ্যাজার্ড’। সম্ভাব্য ঠিকানা হিসেবে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের নাম। তবে চেলসির নতুন কোচ মাউরিজিও সারি জানিয়েছেন, বেলজিয়াম ফরোয়ার্ডকে ধরে রাখবেন তিনি।

রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ১০০ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়া পর্তুগিজ যুবরাজের বদলি হিসেবে মাদ্রিদের ক্লাবটি নজরে রেখেছে হ্যাজার্ডের ওপর। বেলজিয়াম ফরোয়ার্ডও নাকি ঠিকানা বদল করতে চাইছেন। যদিও সারি তাকে চাইছেন চেলসিতেই। শুধু তাই নয়, বেলজিয়াম অধিনায়কের উন্নতিতে কাজ করতে চান ইতালিয়ান কোচ।

নাপোলি ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন সারি। আরেক ইতালিয়ান আন্তোনিও কন্তেকে বরখাস্ত করে চেলসি নিয়োগ দিয়েছে ৫৯ বছর বয়সী এই কোচকে। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি জানিয়েছেন, তার দলে হ্যাজার্ডকে দরকার। সাবেক ক্লাব নাপোলি ফরোয়ার্ড ড্রিস মারটেন্সের সঙ্গে হ্যাজার্ডকে তুলনায় দাঁড় করিয়ে একজন খেলোয়াড়ের উন্নতির বিষয়টি ব্যাখ্যা করেছেন সারি।

সংবাদমাধ্যমেকে তিনি বলেছেন, ‘হ্যাজার্ড অনেক উঁচু পর্যায়ের খেলোয়াড়। আমার মতে সে ইউরোপের সেরা দুই-তিন খেলোয়াড়ের একজন। আশা করছি, আমি তার উন্নতিতে কাজ করতে পারব। সে যে উঁচু পর্যায়ে ইতিমধ্যে উঠে আছে, সেখানে তাকে আরও কিছু দেওয়াটা কঠিন।’ সঙ্গে যোগ করেছেন, ‘মারটেন্সের বেলাতেই কঠিন ছিল। যদিও সে অনেক নিচু জায়গা থেকে শুরু করেছিল। আশা করছি আমি হ্যাজার্ডের উন্নতিতে কাজ করতে পারব, যদিও কঠিন হবে।’

হ্যাজার্ডের মতো চেলসির অন্য খেলোয়াড়দের সঙ্গেও কাজ করতে মুখিয়ে আছেন সারি। দলে খুব বেশি পরিবর্তনের ইচ্ছা নেই তার। সেটাই ফুটে উঠেছে সারির এই কথায়, ‘আমি তাদের দলে ধরে রাখতে চাই। না দেখে টেলিফোনে কথা বলে কারও সম্পর্কে ধারণা পাওয়া যায় না। বোঝাপড়াটা সবার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে