X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

তিতেকেই চান নেইমার

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৮, ১২:৪৮আপডেট : ২১ জুলাই ২০১৮, ১২:৫৭

তিতের সঙ্গে নেইমার বিশ্বকাপ ব্যর্থতার পর কি ব্রাজিলের কোচ হিসেবে আর থাকবেন তিতে? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে খোদ ব্রাজিলিয়ানদের মনে। সেলেসাও কোচ তার ভবিষ্যৎ নিয়ে এখনও মুখ খোলেননি। তবে তার শিষ্য নেইমারের আশা, ব্রাজিলের সঙ্গেই কাজ চালিয়ে যাবেন তিতে।

অনেক প্রত্যাশা ছিল এবারের ব্রাজিলকে নিয়ে। রাশিয়া বিশ্বকাপের আগে ফেভারিটের তালিকায় শীর্ষে রাখা হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। কারণ দায়িত্ব নেওয়ার পর দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল গড়ে তুলেছিলেন তিতে। যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। বেলজিয়ামের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় সাম্বার দেশের মানুষের।

বিশ্বকাপ ব্যর্থতার পর তিতে কোচের পদে থাকবে কিনা, সেটা নিয়ে জন্মেছে প্রশ্ন। বিশ্বকাপ জয়ী খেলোয়াড় রোনালদো জানিয়েছিলেন, তার বিশ্বাস থেকে যাবেন তিতে। নেইমারও আশা করছেন, ৫৭ বছর বয়সী কোচ চালিয়ে যাবেন ব্রাজিল জাতীয় দলের কাজ। কোচ হিসেবে তাকেই চাইছেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড, ‘তিতে চমৎকার কাজ করেছেন। শক্তিশালী একটি দলকে জড়ো করেছেন এবং আশা করছি তিনি কাজ চালিয়ে যাবেন (ব্রাজিলের সঙ্গে)।’

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়া একটি দলকে টেনে তুলে রাশিয়ার ফুটবল মহাযজ্ঞের আগে তৈরি করেন শক্তিশালী দল হিসেবে। যে দলটাকে নিয়ে সন্তুষ্ট নেইমার, ‘আমাদের চাহিদা যেটা ছিল, সেই পর্যন্ত যাওয়াটা ছিল দারুণ ব্যাপার, কারণ আমরা জানতাম আমাদের দলটা দুর্দান্ত এবং বিশ্বমানের খেলোয়াড়দের নিয়ে গড়া স্কোয়াড নিয়ে লক্ষ্যপূরণ সম্ভব।’

বিশ্বকাপে ব্যর্থ হওয়ার দুঃখ আছে নেইমারের মনে, তবে এখন সামনের দিকে তাকাতে চান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড, ‘যা কিছু ঘটেছে, সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমার দুঃখটা বিশাল, ক্যারিয়ারের সবচেয়ে খারাপ ব্যাপার। তবে এটা চলে গেছে, আমাকে এখন সামনের বিষয় নিয়ে ভাবতে হবে।’

সমালোচকদের নিয়েও কথা বলেছেন নেইমার। বিশ্বকাপ চলার সময় প্রতিনিয়ত কথার তীরে বিদ্ধ হওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সমালোচনা একেবারেই গায়ে মাখেন না, ‘তারা (সমালোচক) যা বলে, সেগুলো আমি শুনি রসিকতা মনে করে। এটা নিয়ে কোনও দিন কারও সঙ্গে আমি তর্কে যায়নি।’

নিজের খেলার ধরন নিয়ে নেইমারের বক্তব্য, ‘আমার খেলার ধরন সবসময় একই। ১৭ বছর বয়স থেকে আমি শুরু করেছি, অনেক ফাউলের শিকার হয়েছি, অনেক বাজে ট্যাকলের শিকার হয়েছি, আর এগুলো খেলারই অংশ। বিশ্বকাপে আমি ব্রাজিলকে সাহায্য করার চেষ্টা করেছি, আমার দেশকে সাহায্য করার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত আমরা পারিনি (বিশ্বকাপ জিততে)।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার