X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘দ্য বেস্ট’ কোচ হচ্ছেন কে?

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০১৮, ২০:২০আপডেট : ২৪ জুলাই ২০১৮, ২০:২০

মনোনয়ন পাওয়া ১১ কোচ ২০ বছর পর ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন দিদিয়ের দেশম। ফরাসি কোচের ট্যাকটিকসের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে ক্রোয়েশিয়া কোচ জাৎকো দালিচের। ফিফা ‘দ্য বেস্ট’ অ্যাওয়ার্ডের বর্ষসেরা কোচের প্রাথমিক তালিকায় তাদের থাকাটা অনুমিতই ছিল। এই দুজনকে নিয়ে মোট ১১ কোচকে মনোনয়ন দিয়েছে ফিফা।

২৪ সেপ্টেম্বর লন্ডনের জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। তার আগে জাতীয় দলের কোচ ও অধিনায়কের সঙ্গে নির্বাচিত সাংবাদিক এবং ভক্তদের ভোট নেওয়া হবে ‘দ্য বেস্ট’ কোচ নির্বাচনে। ২০১৭ সালের ৩ জুলাই থেকে ২০১৮ সালের ১৫ জুলাই পর্যন্ত সময়ে পাওয়া অর্জন ও সাফল্যকে আমলে নিয়ে ফিফার প্যানেল মনোনয়ন দিয়েছে ১১ কোচকে।

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন দেশম। রাশিয়ায় ফুটবল মহাযজ্ঞের শিরোপা জিতেছেন তিনি কোচের ভূমিকায়। ইতিহাসের মাত্র তৃতীয় ব্যক্তি হিসেবে কোচ ও খেলোয়াড়ের ভূমিকায় বিশ্বকাপ জেতা এই ফরাসির ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় নাম থাকাটাই স্বাভাবিক।

বিশ্বকাপ ট্রফি জিততে না পারলেও ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছে ক্রোয়েশিয়া। তাই দেশটির কোচ দালিচের থাকাটাও প্রত্যাশিত। ঘরের মাঠের বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মনোনয়ন পেয়েছেন রাশিয়ার কোচ স্তানিসলাভ চেরচিয়েসোভ। আছেন তৃতীয় ও চতুর্থ হওয়া বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস ও ইংল্যান্ডের গ্যারেথ সাউথগেট।

জাতীয় দলের বাইরে ক্লাব ফুটবলে দলকে সাফল্য এনে দেওয়ায় ‘দ্য বেস্ট’ কোচের দৌড়ে আছেন হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। আছেন বার্সেলোনাকে ঘরোয়া ডাবল জেতানো এরনেস্তো ভালভারদে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ, জুভেন্টাসের ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি ও অ্যাতলেতিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে। ফিফা ডটকম

মনোনয়ন পাওয়া ১১ কোচ:

ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি (জুভেন্টাস)

স্তানিসলাভ চেরচিয়েসোভ (রাশিয়া জাতীয় দল)

জাৎকো দালিচ (ক্রোয়েশিয়া জাতীয় দল)

দিদিয়ের দেশম (ফ্রান্স জাতীয় দল)

পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)

ইয়ুর্গেন ক্লপ (লিভারপুল)

রবের্তো মার্তিনেস (বেলজিয়াম জাতীয় দল)

ডিয়েগো সিমিওনে (অ্যাতলেতিকো মাদ্রিদ)

গ্যারেথ সাউথগেট (ইংল্যান্ড জাতীয় দল)

এরনেস্তো ভালভারদে (বার্সেলোনা)

জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ