X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

উজবেকিস্তানের কাছে আবারও ৩ গোলে বাংলাদেশের হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ১৭:৪৯আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২০:২০

উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের দৃশ্য (বাফুফে) আবারও প্রমাণিত হলো শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে উজবেকিস্তান। এশিয়ান গেমসের টানা তিন আসরে তাদের কাছে একই ব্যবধানে হেরেছে বাংলাদেশের ফুটবল দল। গুয়াংজু ও ইনচনে ৩ গোলে হেরেছিল তারা। এবার জাকার্তাতেও উজবেকরা ৩-০ গোলে জিতল বাংলাদেশের বিপক্ষে। এই বছরের এশিয়াডে উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে হারে শুরু হলো জেমি ডের শিষ্যদের।

ফিফা র‌্যাংকিংয়ের ৯৫তম দল উজবেকিস্তান সহজেই জয় তুলে নিয়েছে ১৯৪ নম্বরে থাকা বাংলাদেশের বিপক্ষে। ম্যাচে প্রায় পুরো সময় বাংলাদেশকে রক্ষণ সামলাতে দেখা গেছে। তারপরও উজবেকদের আক্রমণভাগকে ব্যর্থ করতে পারেনি তারা। বিশেষ করে তপু, ফাহাদ ও বাদশাদের বেশ গলদঘর্ম অবস্থা হয়েছে।

দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের কঠোর অনুশীলনের ফলটা মাঠে দেখতে চেয়েছিলেন কোচ জেমি। উদ্বোধনী ম্যাচে অন্তত ড্র চেয়েছিলেন তিনি। কিন্তু উজবেকিস্তানের গতিময় ফুটবল আর মুহূর্মুহু আক্রমণের সামনে তার দল খেই হারায়।

এই হারে তার অভিষেকও যে ভালো হলো না। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। ডান প্রান্তের ক্রসে জাবিখিল্লো ইউরিনবোয়েভের হেড গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করে।

দ্বিতীয়ার্ধে উজবেকিস্তানের আক্রমণ আরও বেড়ে যায়। দুই উইং দিয়ে আক্রমণে যায় তারা। যাতে এক ঘণ্টা না হতেই ব্যবধান দ্বিগুণ করে দলটি। ৫৭ মিনিটে বাঁ প্রান্তের ক্রসে ডিক্সের ভেতরে বল পেয়ে দস্তনবেক খামদানোভের গোল করতে একটুও কষ্ট হয়নি।

৯ মিনিট পর উজবেকিস্তান তৃতীয় গোল যোগ করে। বাঁ দিক থেকে দেওয়া ক্রসটি গোলরক্ষক আশরাফুল ঠিকমতো বিপদমুক্ত করতে পারেননি, ডিবক্সের ভেতরে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইকরম জন আলীবায়েভ।

৬৬ মিনিটের ভেতরে ৩-০ গোলে এগিয়ে থাকার পরও ব্যবধান বাড়াতে আক্রমণ চালিয়েছে উজবেকিস্তান। কিন্তু পারেনি।

আগামী ১৬ আগস্ট থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে দ্বিতীয় ম্যাচ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস