X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নেইমারকে কিনতে ৩০০ মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত রিয়াল!

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ১৬:৫২আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৬:৫৯

নেইমারকে কিনতে ৩০০ মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত রিয়াল! আশা ছাড়ছে না রিয়াল মাদ্রিদ। নেইমারের জন্য নাকি এবার ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত আছে স্প্যনিশ ক্লাবটি! ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গা পূরণে নেইমারকে কিনতে ‘মরিয়া’ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’-এর খবর, রোনালদো চলে যাওয়ায় শুধু নেইমারকেই দলে চাইছে পেরেজ। এজন্য দলবদলের বাজারে ‘ধীরে চলো নীতিতে’ এগোচ্ছে তারা। ক্লাবের কোষাগারে মোটা অঙ্কের অর্থ জমা থাকার পরও গ্রীষ্মের দলবদলে খেলোয়াড় কেনার দিকে মোটেও আগ্রহ নেই ‘লস ব্লাঙ্কোদের’। পেরেজ নাকি শুধু নেইমারকেই চাইছেন।

এখন কথা হলো ২২২ মিলিয়ন ইউরো খরচ করে আগের দলবদলেই নেইমারকে কিনেছে প্যারিস সেন্ত জার্মেই। এক মৌসুম যেতেই তারা কেন বিক্রি করবে তাকে? তাছাড়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেও নিশ্চিত করেছেন, চলতি মৌসুমে তিনি থাকছেন পার্ক দে প্রিন্সেসে। তাহলে হঠাৎ করে আবার রিয়ালের ৩০০ মিলিয়ন ইউরো খরচ করার বিষয়টি নতুন করে উঠলো কেন? ‘স্পোর্ত’ এই প্রশ্ন দুটির ব্যাখ্যা দিয়েছে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিকটির দাবি, উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লেতে (আয়-ব্যয়ের হিসাব) পিএসজি হেরে গেলে তখন প্যারিসের ক্লাবটি বিক্রি করে দিতে বাধ্য হবে নেইমারকে। ফরাসি ক্লাবটির ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনেক আগে থেকেই তদন্ত শুরু করেছে উয়েফা। যার ফল আসার কথা আগস্টের শেষ দিকে। ফেয়ার প্লে ঠিকঠাক না থাকলে রিয়াল নিতে চাইছে সুযোগটি।

এজন্য ৩০০ মিলিয়ন ইউরো ‘রেডি’ রেখেছে তারা। পত্রিকাটি ছেপেছে, শুধুমাত্র নেইমারের দিকে চোখ থাকায় অন্য কারও পেছনে টাকা খরচ করতে চাইছে না রিয়াল।

গ্রীষ্মের দলবদলে আচমকা সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে গেছেন রোনালদো। ১০০ মিলিয়ন ইউরোতে ক্লাব ছাড়া পর্তুগিজ যুবরাজকে হারানোটা রিয়ালের জন্য অনেক বড় ধাক্কা। ৯ বছরের মাদ্রিদ ক্যারিয়ারে মৌসুম প্রতি রোনালদোর গড় গোল ৫০। সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়ের জায়গা পূরণে পেরেজ চিন্তা করছেন শুধু নেইমারকেই।

এর আগে কয়েকবার নেইমারকে দলে আনান চেষ্টা করেছিল রিয়াল, যদিও প্রত্যেকবার হতাশ হতে হয়েছে। এবারের গ্রীষ্মের দলবদলের শেষ মুহূর্তে তারা সফল হয় কিনা, সেটাই এখন দেখার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?