X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রোনালদোর লাল কার্ডের পরও জিতেছে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৫

সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে রোনালদোকে জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়নস লিগের ‘অভিষেক’ মোটেও সুখকর হলো না ক্রিস্তিয়ানো রোনালদোর। বুধবার রাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে। দলের সেরা অস্ত্রকে ছাড়াই অবশ্য ভ্যালেন্সিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে জুভেন্টাস। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।

২৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রোনালদো। ভ্যালেন্সিয়া ডিফেন্ডার মুরিলোকে ফাউল করার পর তার চুল ধরে টান মারার শাস্তি হিসেবে লাল কার্ড দেখেন পর্তুগিজ উইঙ্গার। স্পেনে ফেরাটা মোটেও সুখকর হলো না তার জন্য।

রোনালদোকে ছাড়াই অবশ্য ১০ জনের দল নিয়ে জয় পেয়েছে জুভেন্টাস। দুই অর্ধের দুই পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন মিরালেম পিয়ানিক। বিরতি থেকে ফিরে আসার পর ৫১ ‍মিনিটে পাওয়া দ্বিতীয় স্পট কিকও কাজে লাগান পিয়ানিক।

গোলের পর গ্যারেথ বেলের উদযাপন রিয়াল মাদ্রিদ জিতলেও হেরেছে ম্যানসিটি:

চ্যাম্পিয়নদের মতোই মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে তারা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রোমাকে। রোনালদো চলে গেলেও দলের শক্তি যে কমেনি, সেটাই তারা দেখিয়ে দিল ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে। তবে অঘটনে শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠেই তারা ২-১ গোলে হেরে গেছে অলিম্পিক লিওঁর বিপক্ষে।

সান্তিয়াগো বার্নাব্যুতে গোলের জন্য ৪৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে রিয়ালকে। বিরতিতে যাওয়ার আগে তাদের এগিয়ে নেন ইসকো। এরপর ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যারেথ বেল। আর দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে রোমার কফিনে শেষ পেরেকটি মারেন মারিয়ারো।

ম্যানসিটি অবশ্য ঘরের মাঠেই ধরাশায়ী। লিওঁর বিপক্ষে অঘটনের শিকার হয়েছে তারা। ফরাসি ক্লাবটি তো ২-০ গোলে এগিয়ে গিয়েছিল! ২৬ মিনিটে ম্যাক্সওয়েল করনেটের পর ৪৩ মিনিটে নাবিল ফেকিরের লক্ষ্যভেদে দুই গোলের লিড নিয়ে বিরতি গিয়েছিল লিওঁ।

৬৭ মিনিটে বের্নারদো সিলভার লক্ষ্যভেদে ইংলিশ ক্লাবটি খেলায় ফেরার ইঙ্গিত দিলেও হার এড়াতে পারেনি।

জিতেছে অবশ্য ম্যানচেস্টারের আরেক ক্লাব ম্যানইউ। হোসে মরিনহোর দল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক ইয়ং বয়েজকে। আর বায়ার্ন মিউনিখ ২-০ গোলে জিতে ফিরেছে বেনফিকার মাঠ থেকে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী