X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নতুন পোশাকে পুরানো রোনালদোকে নিয়ে সতর্ক ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, ১৯:৩১আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:৩১

ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগত রোনালদো, এবার নতুন ক্লাবের হয়ে সাবেক ক্লাবের মুখোমুখি তিনি ১৫ বছর পর মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস। চ্যাম্পিয়নস লিগ গ্রুপের তৃতীয় ম্যাচে লড়বে তারা। কিন্তু দুই দলের লড়াই ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে। এবার যে নতুন পোশাকে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরছেন রিয়াল মাদ্রিদের সাবেক উইঙ্গার!

মঙ্গলবার রাত ১টায় ম্যানইউ স্বাগত জানাবে জুভেন্টাসকে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২।

২০০৯ সালে ম্যানইউ ছেড়ে যাওয়ার পর সবশেষ রোনালদো ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছিলেন ৫ বছর আগের চ্যাম্পিয়নস লিগে। ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে দুই লেগেই গোল করেছিলেন পর্তুগিজ উইঙ্গার। সাবেক ক্লাবের ঘরের মাঠে তার গোলেই জিতেছিল রিয়াল। আর সান্তিয়াগো বার্নাব্যুতে সমতাসূচক গোলটিও করেন তিনি।

সবশেষ উয়েফা সুপার কাপে ম্যানইউর মুখোমুখি লড়াইয়ে গোল না পেলেও রোনালদো পেয়েছিলেন শিরোপার স্বাদ। এবার নতুন ক্লাবের জার্সিতে পুরানো ক্লাবের মুখোমুখি ৩৩ বছর বয়সী তারকা। ১১০ মিলিয়ন ইউরোতে চুক্তি করে তুরিন ক্লাবকে এবার ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছেন। যদিও জুভেন্টাসে মাত্র একটি ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়নস লিগে, দ্বিতীয় ম্যাচে ছিলেন নিষিদ্ধ।

পুরানো মাঠে নতুন সতীর্থদের সঙ্গে রোনালদো ৫ বছর আগে মরিনহোর অধীনেই ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছিলেন রোনালদো। এবার তিনি মুখোমুখি হচ্ছেন সাবেক কোচের। জুভেন্টাসে ৫ গোল করে ফর্মে ফেরা সাবেক শিষ্যকে নিয়ে বেশ সতর্ক স্বদেশী কোচ। ম্যানইউর বিপক্ষে রোনালদোর গোলক্ষুধা সম্পর্কে ভালো জানা আছে তার। মরিনহো বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের হয়ে সে আমার সঙ্গে এসেছিল। আমি জানি ম্যানইউকে সে কতটা ভালোবাসে। আমি এটাও জানি ম্যানইউর বিপক্ষে তার গোল করার ও জেতার আকাঙ্ক্ষা কতটা। সেটা সে রিয়ালের হয়েই দেখিয়েছে।’

১৫ বছর আগে চ্যাম্পিয়নস লিগে সবশেষ দেখা হয়েছিল জুভেন্টাস ও ম্যানইউর। দুই লেগই জিতেছিল ইংলিশ ক্লাব। কিন্তু রোনালদোর ফেরার ম্যাচে ওই সাফল্যের পুনরাবৃত্তি কঠিন হতে যাচ্ছে বলে দলকে সতর্ক করলেন মরিনহো।

প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর জন্য এটা ঘুরে দাঁড়ানোর লড়াইও। কারণ সাম্প্রতিক সময়ে তারা বাজে অবস্থার মধ্যে কাটাচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ৬ ম্যাচে তাদের জয় মাত্র একটি। আর ঘরের মাঠে জুভেন্টাসকে হারাতে পারলে গ্রুপের শীর্ষে উঠবে ইউনাইটেড। কিন্তু রোনালদোয় ভর করে ২২ বছর পর শিরোপা খরা কাটাতে মরিয়া জুভেন্টাসও সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের হারিয়ে এক পা দিয়ে রাখতে চায় শেষ ষোলোতে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে ইতালির চ্যাম্পিয়নরা। গোল ডটকম, বিবিসি, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই