X
সোমবার, ০৫ মে ২০২৫
২২ বৈশাখ ১৪৩২

ব্রাজিল দলে ইংলিশ লিগের ৮ খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৮, ১৭:০৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:০৩

ব্রাজিল স্কোয়াড নভেম্বরে ইংল্যান্ডের মাটিতে দুটি প্রীতি খেলবে ব্রাজিল। সামনের মাসের ম্যাচ দুটির জন্য কোচ তিতের ঘোষিত স্কোয়াডে প্রিমিয়ার লিগের জয়জয়কার। ইংলিশ লিগের ৮ খেলোয়াড় জায়গা পেয়েছেন ২৩ সদস্যের শক্তিশালী স্কোয়াডে। যেখানে প্রত্যাশামতোই আছেন নেইমার ও ফিলিপে কৌতিনিয়ো।

সামনের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে ইংল্যান্ডের মাটিতে উরুগুয়ে ও ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৬ নভেম্বর আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে তারা উরুগুয়ের বিপক্ষে। ওই ম্যাচের চার দিন পর মিল্টন কিনজে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে ক্যামেরুনের।

কোপা আমেরিকার প্রস্তুতিতে ম্যাচ দুটিতে ‘বিশেষ’ গুরুত্ব দিচ্ছে সেলেসাওরা। এজন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন কোচ তিতে। ২৩ সদস্যের দলে ফিরেছেন মিডফিল্ডার পাউলিনিয়ো ও ফরোয়ার্ড দগলাস কোস্তা। তারা বাইরে ছিলেন অক্টোবরের প্রীতি ম্যাচে।

ইংল্যান্ডের মাটিতে খেলা, তাই তিতে গুরুত্ব দিয়েছেন প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের। স্কোয়াডের আটজনই ইংলিশ লিগের খেলোয়াড়। লিভারপুল ও ম্যানচেস্টার সিটি থেকে তিনজন করে এবং চেলসি ও এভারটন থেকে আছেন একজন করে খেলোয়াড়। অলরেডস থেকে রয়েছেন রবের্তো ফিরমিনো, আলিসন ও ফাবিনিয়ো এবং ম্যানসিটির এদেরসন, দানিলো ও গাব্রিয়েল জেসুস জায়গা পেয়েছেন স্কোয়াডে। উইলিয়ান ও রিচার্লিসন ইংল্যান্ডে খেলা অন্য দুই খেলোয়াড়।

তিতের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাপোলি মিডফিল্ডার আলান। ব্রাজিলের বয়সভিত্তিক দলে খেললেও মূল দলে সুযোগ পেলেন প্রথমবার। ২০১২ সাল থেকে সিরি ‘এ’ খেলায় তার দিকে নজর রেখেছিলেন ইতালি কোচ রবের্তো মানচিনি। ইতালিয়ান সংবাদমাধ্যমে গুঞ্জন ছিল, আলানকে দলে নেওয়ার ব্যাপারে নাকি আলোচনাও করেছেন আজ্জুরি কোচ। যদিও সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিতে ডেকে নিলেন দলে। স্কাই স্পোর্টস, ইএসপিএন

স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন, এদেনসন, গাব্রিয়েল ব্রাজাও; ডিফেন্ডার: দানিলো, দিদে, ফাবিনিয়ো, ফিলিপে লুইস, মার্সেলো, মারকিনুস, পাবলো, মিরান্দা; মিডফিল্ডার: আলান, কাসেমিরো, পাউলিনিয়ো, আর্থার, ফিলিপে কৌতিনিয়ো, ওয়ালেস; ফরোয়ার্ড: দগলাস কোস্তা, রবের্তো ফিরমিনো, নেইমার, রিচার্লিসন, গাব্রিয়েল জেসুস, উইলিয়ান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জন আটক
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জন আটক
কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খোলার নির্দেশ ট্রাম্পের
কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খোলার নির্দেশ ট্রাম্পের
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
স্বর্ণালঙ্কার তৈরির মেশিনেই মিললো স্বর্ণ
আজ থেকে তুরিন আফরোজের মা-ভাই উত্তরার বাড়িতে থাকতে পারবেন
আজ থেকে তুরিন আফরোজের মা-ভাই উত্তরার বাড়িতে থাকতে পারবেন
সর্বাধিক পঠিত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?